প্রশ্নের মুখোমুখি এনকাউন্টার
দিদিরা যে পুলিশ ভাইদের মিষ্টিমুখ করালো,
তারা সেই সময় চীৎকার শুনে এগিয়ে এলো না কেন?
কোন চারজনকে কাক ভোরে গুলিবিদ্ধ করা হল?
সত্যি কী তারা পালতে গেছিল?
পাবলিকের দাবীতেই কী এসব করা হল?
পুলিশকে নিজে হাতে আইন তোলার অনুমতি কে দিলো?
মেরুদন্ডহীন আইন তখন কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁপছে |
একটু পরেই তাকে চালান করা হবে হাজতে |
ভয় হয়, পাবলিক তাকে জামিনে ছাড়িয়ে না নিয়ে যায়!
গণতন্ত্র বললেন, 'ফাস্টট্রাকে ফাঁসি' |
তারা সেই সময় চীৎকার শুনে এগিয়ে এলো না কেন?
কোন চারজনকে কাক ভোরে গুলিবিদ্ধ করা হল?
সত্যি কী তারা পালতে গেছিল?
পাবলিকের দাবীতেই কী এসব করা হল?
পুলিশকে নিজে হাতে আইন তোলার অনুমতি কে দিলো?
মেরুদন্ডহীন আইন তখন কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁপছে |
একটু পরেই তাকে চালান করা হবে হাজতে |
ভয় হয়, পাবলিক তাকে জামিনে ছাড়িয়ে না নিয়ে যায়!
গণতন্ত্র বললেন, 'ফাস্টট্রাকে ফাঁসি' |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুর হোসেন ৩১/০১/২০২০ভালো লিখেছেন
-
শ.ম. শহীদ ৩০/০১/২০২০প্রতিবাদ কতো ভাবেইনা করা যায়!
দারুণ...
শুভেচ্ছা রইলো সম্মানিত কবির জন্য। -
ফয়জুল মহী ৩০/০১/২০২০Right
-
মোহন দাস (বিষাক্ত কবি) ৩০/০১/২০২০আহা দারুন
-
আলমগীর সরকার লিটন ৩০/০১/২০২০চিরবাস্তব