দায়বদ্ধ
প্রচুর মানুষের কাছে আমি দায়বদ্ধ-
এনাদের দুঃখ হোক এমন কিছু করতে পারবো না,
সেটা আমার করতে ইচ্ছে হলেও |
গণতন্ত্র স্বাধীনতা শেখায়...
যা খুশি করবো- এই ভাবটা আসে স্বৈরাচার থেকে |
করো বিশ্বাসে আঘাত করা পাপ,
তা সত্য যতই অপ্রিয় হোক |
আমি প্রজা নই, তাই রাজাও নই-
মানুষের কাছে দায়বদ্ধ এক সুন্দর প্রাণ মাত্র |
এনাদের দুঃখ হোক এমন কিছু করতে পারবো না,
সেটা আমার করতে ইচ্ছে হলেও |
গণতন্ত্র স্বাধীনতা শেখায়...
যা খুশি করবো- এই ভাবটা আসে স্বৈরাচার থেকে |
করো বিশ্বাসে আঘাত করা পাপ,
তা সত্য যতই অপ্রিয় হোক |
আমি প্রজা নই, তাই রাজাও নই-
মানুষের কাছে দায়বদ্ধ এক সুন্দর প্রাণ মাত্র |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০১/২০২০বেশ হয়েছে।
-
ফয়জুল মহী ২৯/০১/২০২০ভাষা, বর্ণ ও বাক্য গঠন সবই চমৎকার ।l
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৯/০১/২০২০অতি সুন্দর রচনাটি