ব্যবহার
মৃদু বাতাস, সাথে অল্প শীতের আমেজ
মনে আনে প্রাণের আবহ, ক্লান্তি ঘুমিয়ে পড়ে |
ঝড়ের দাপটে সংসার ভেঙে চুরমার-
স্নিগ্ধ যা কিছু: তাকে রুক্ষতা ম্লান করে |
চাঁদের স্নিগ্ধ রূপালী কলঙ্ক ঝরায় না-
যারা ভদ্রতাকে দুর্বলতা ভাবে, তারা পাপী |
বদমেজাজ হঠাৎ ঝড় আনে, এলোমেলো হয় সব কিছু,
তবুও মৃদু বাতাসের মধুরতা সর্বব্যাপী |
মনে আনে প্রাণের আবহ, ক্লান্তি ঘুমিয়ে পড়ে |
ঝড়ের দাপটে সংসার ভেঙে চুরমার-
স্নিগ্ধ যা কিছু: তাকে রুক্ষতা ম্লান করে |
চাঁদের স্নিগ্ধ রূপালী কলঙ্ক ঝরায় না-
যারা ভদ্রতাকে দুর্বলতা ভাবে, তারা পাপী |
বদমেজাজ হঠাৎ ঝড় আনে, এলোমেলো হয় সব কিছু,
তবুও মৃদু বাতাসের মধুরতা সর্বব্যাপী |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/০১/২০২০খুব ভালো
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০১/২০২০ভালো লাগলো।