বাঁচার পথ
'আমি সিঁদুর দিয়ে ফিরিয়ে আনবো তোমায় সঠিক পথে...' |
একবার পথ ভুল হলে,
সোজা পথ তাকে ফেরত নেয় না |
পথ বড়ই একচোখো-
ভাবতে অবাক লাগে:
যাকে মাড়িয়ে যাওয়া হয়, সে বলে দেয় পরবর্তী পদক্ষেপ!
লাল রং লাগলো ওর গায়ে,
তবে রক্তের লাল:
দলের লোক মেরে দিলো...
সিঁদুর পরানো আর হল না |
বাঁচার তাগিদে সে ফেরার |
বাঁচার পথ কী তাকে আহ্বান করবে কোনওদিন!
একবার পথ ভুল হলে,
সোজা পথ তাকে ফেরত নেয় না |
পথ বড়ই একচোখো-
ভাবতে অবাক লাগে:
যাকে মাড়িয়ে যাওয়া হয়, সে বলে দেয় পরবর্তী পদক্ষেপ!
লাল রং লাগলো ওর গায়ে,
তবে রক্তের লাল:
দলের লোক মেরে দিলো...
সিঁদুর পরানো আর হল না |
বাঁচার তাগিদে সে ফেরার |
বাঁচার পথ কী তাকে আহ্বান করবে কোনওদিন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৬/০১/২০২০খুব ভালো