নষ্ট
বড়লোকের ছেলে মেয়েরা স্বভাবে নষ্ট হয় |
গরীবের ছেলে মেয়েরা অভাবে নষ্ট হয় |
আর মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের পরিস্থিতি নষ্ট করে |
যার ঘরে লক্ষী দেবী সদা জাগ্রত
নষ্ট হয়েও সে সমাজে গায়ে হওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় |
যার ঘরে লক্ষী দেবী যুগ যুগ ধরে শীত ঘুমে আচ্ছন্ন
জেলের ভাত খেয়ে তার পেটের জ্বালা অনেকটাই কমে |
আর যার ঘরে লক্ষী দেবী প্রতিনিয়ত লুকোচুরি খেলেন
সমাজ ও জেল কোথাও তার ঠাঁই নেই |
গরীবের ছেলে মেয়েরা অভাবে নষ্ট হয় |
আর মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের পরিস্থিতি নষ্ট করে |
যার ঘরে লক্ষী দেবী সদা জাগ্রত
নষ্ট হয়েও সে সমাজে গায়ে হওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় |
যার ঘরে লক্ষী দেবী যুগ যুগ ধরে শীত ঘুমে আচ্ছন্ন
জেলের ভাত খেয়ে তার পেটের জ্বালা অনেকটাই কমে |
আর যার ঘরে লক্ষী দেবী প্রতিনিয়ত লুকোচুরি খেলেন
সমাজ ও জেল কোথাও তার ঠাঁই নেই |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৬/০১/২০২০ভালোই
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০১/২০২০বাস্তব কথা।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৫/০১/২০২০ভালো