তাগিদ
কাজের তাগিদে যিনি ঘুরে বেড়ান
এ দেশ থেকে ও দেশ,
তিনি স্বার্থপর নন-
পিছিয়ে পড়া আরাম প্রিয় সমাজের স্রোত!
কিন্তু সমাজ জন্মান্ধ- ধৃতরাষ্ঠ্রের মতো,
তাই স্রোত গান্ধারীর মতো ঠুলি বেঁধে নেয় দু চোখে!
কর্মপ্রিয় মানুষ তাই স্বার্থপর-
কারো সাতেও নেই, কারো পাঁচেও নেই:
বিপদে আপদে ঘরে এসে চিৎকার করেন না,
দূর থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন!
যিনি কর্ম করেন, তিনিই বোঝেন ধর্মের আসল মর্ম কী!
স্লোগান দিয়ে ধর্ম হয় না!
যিনি তাগিদ অনুভব করেন,
তিনি নিজের কথা ভাবলেও,
তাতে অপরেরই মঙ্গল হয়...
এ দেশ থেকে ও দেশ,
তিনি স্বার্থপর নন-
পিছিয়ে পড়া আরাম প্রিয় সমাজের স্রোত!
কিন্তু সমাজ জন্মান্ধ- ধৃতরাষ্ঠ্রের মতো,
তাই স্রোত গান্ধারীর মতো ঠুলি বেঁধে নেয় দু চোখে!
কর্মপ্রিয় মানুষ তাই স্বার্থপর-
কারো সাতেও নেই, কারো পাঁচেও নেই:
বিপদে আপদে ঘরে এসে চিৎকার করেন না,
দূর থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন!
যিনি কর্ম করেন, তিনিই বোঝেন ধর্মের আসল মর্ম কী!
স্লোগান দিয়ে ধর্ম হয় না!
যিনি তাগিদ অনুভব করেন,
তিনি নিজের কথা ভাবলেও,
তাতে অপরেরই মঙ্গল হয়...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৬/০৩/২০২০খুবই অর্থপূর্ণ লেখা কবি। ভাল থাকুন আর লিখুন আমাদের জন্য সবসময় এভাবেই। জাগাতে হবে ঘুমন্ত মানুষগুলোকে শব্দের আঘাতে আঘাতে।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৯/০১/২০২০অনন্য
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০১/২০২০ভালো।