খাবার
খাবার ওপর রাগ করে থাকা যায় না,
ভাবি খাব না, কিন্তু শেষ পর্যন্ত খেতেই হয় |
পেটের জ্বালা বড়ই ভয়ঙ্কর-
বিরহের জ্বালা ততটা নয়!
তুমি সেই চলে গেলে, আর ফিরে এলে না-
তোমার ওপর রাগ হয় খুব
কিন্তু তার জন্য পেটকে কেন কষ্ট দিই বলো!
তোমার জ্বালায় হৃদয় জ্বলে-
তাতে চোখ ছলছল করে মাত্র |
কিন্তু পেটের জ্বালায় বড্ড মাথা ঘোরে...
ভাবি খাব না, কিন্তু শেষ পর্যন্ত খেতেই হয় |
পেটের জ্বালা বড়ই ভয়ঙ্কর-
বিরহের জ্বালা ততটা নয়!
তুমি সেই চলে গেলে, আর ফিরে এলে না-
তোমার ওপর রাগ হয় খুব
কিন্তু তার জন্য পেটকে কেন কষ্ট দিই বলো!
তোমার জ্বালায় হৃদয় জ্বলে-
তাতে চোখ ছলছল করে মাত্র |
কিন্তু পেটের জ্বালায় বড্ড মাথা ঘোরে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৫/০২/২০২০ভালো লেখা ।