এক বালতি জল
নিয়েছি এক সমুদ্র-
ছুঁড়ে দেবো এক বালতি জল!
সমুদ্র হেসে বলে,
'এতে আমার কী লাভ বল?
যা ছিল তাইই তো থাকবে' |
'আমি বলি, 'একটু শান্তি পাবো' |
মুখ ফিরিয়ে নিইনি...দু কান দিয়ে শুনেছি কান্না...
ভাবিনি কখনও একা খাবো' !
'তথাস্তু', সমুদ্র বলে |
সুখ আমার পাড়ি জমায় অতল অজানা তলে |
ছুঁড়ে দেবো এক বালতি জল!
সমুদ্র হেসে বলে,
'এতে আমার কী লাভ বল?
যা ছিল তাইই তো থাকবে' |
'আমি বলি, 'একটু শান্তি পাবো' |
মুখ ফিরিয়ে নিইনি...দু কান দিয়ে শুনেছি কান্না...
ভাবিনি কখনও একা খাবো' !
'তথাস্তু', সমুদ্র বলে |
সুখ আমার পাড়ি জমায় অতল অজানা তলে |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ১৮/০১/২০২০অপূর্ব-এক বালতি জল সমুদ্রে! এ ভাবের আরো বিস্তার আমার কাম্য।কবিকে ধন্যবাদ।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০১/২০২০ভালো।
-
ফয়জুল মহী ১৭/০১/২০২০পড়ে ভালো লাগলো।
-
নৃ মাসুদ রানা ১৭/০১/২০২০বাহ