বিশ্বাস
চোখ মেলেছি আকাশ পানে
হৃদয়ের জানলা খোলা
মনের গভীরে বইছে কালের স্রোত
আপন দোলায় দোলা...
ছানি পড়া দুটি চোখে
শ্মশানের নিস্তব্ধতা ঘর করে
কাল পেঁচা ডেকে আনে স্রোতহীন সময়
মোহের বশে সে মারে না কেবল, শখ করে মরে...
হৃদয়ের জানলা খোলা
মনের গভীরে বইছে কালের স্রোত
আপন দোলায় দোলা...
ছানি পড়া দুটি চোখে
শ্মশানের নিস্তব্ধতা ঘর করে
কাল পেঁচা ডেকে আনে স্রোতহীন সময়
মোহের বশে সে মারে না কেবল, শখ করে মরে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৯/০১/২০২০খুব ভালো
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৭/০১/২০২০চমৎকা। 👍
-
পি পি আলী আকবর ১৫/০১/২০২০অনবদ্য
-
আমীন রুহুল ১৫/০১/২০২০অনবদ্য