উত্থান পতন
'আমি জানতে চাই' |
'আমি সব সঠিক জানি' |
'আসুন আলোচনায় বসা যাক' |
'তুই যে ভুল, তা আমি মানি' |
'নিজেকে শোধন করাই সবথেকে বড় শিক্ষা' |
'আমি শুধরে দিই, তুই অযথা ঘোলা করিস নে পানি' |
'আমি সত্যি সত্যিই বড় হতে চাই' |
'আমি সবার বড়, তোর দু চোখেই ছানি' |
'প্রকৃত জ্ঞানী বড় ছোট মানে না' |
'আমি বাঁচবো বহুকাল, তোর এখনই জীবনহানি' |
'আমি সব সঠিক জানি' |
'আসুন আলোচনায় বসা যাক' |
'তুই যে ভুল, তা আমি মানি' |
'নিজেকে শোধন করাই সবথেকে বড় শিক্ষা' |
'আমি শুধরে দিই, তুই অযথা ঘোলা করিস নে পানি' |
'আমি সত্যি সত্যিই বড় হতে চাই' |
'আমি সবার বড়, তোর দু চোখেই ছানি' |
'প্রকৃত জ্ঞানী বড় ছোট মানে না' |
'আমি বাঁচবো বহুকাল, তোর এখনই জীবনহানি' |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল ইসলাম ০৩/০১/২০২০অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০১/২০২০ভালো।