মায়া
মায়াকে আমি ত্যাগ করলেও,
মায়া আমাকে ছেড়ে যাবে না-
বেঁধে রাখবে আষ্ঠে-পৃষ্ঠে:
যেমন ময়াল বাঁধে ছাগ শাবককে...
মায়া যাকে ত্যাগ করেছে,
সে বোধহয় স্বার্থপর |
আমি খেতেও ভালোবাসি, খাওয়াতেও...
ভোগের ভিতর দেখে যেতে চাই মহামায়ার স্বরূপ!
ছেড়ে কোথায় যাব- চারদিকে শুধুই মায়া!
মায়ার সন্তান হল ভোগ, যার ছায়া হল ত্যাগ-
কায়া যেখানে, ছায়া সেখানে:
ভোগই শেখায় ত্যাগের মহিমা!
মায়া আমাকে ছেড়ে যাবে না-
বেঁধে রাখবে আষ্ঠে-পৃষ্ঠে:
যেমন ময়াল বাঁধে ছাগ শাবককে...
মায়া যাকে ত্যাগ করেছে,
সে বোধহয় স্বার্থপর |
আমি খেতেও ভালোবাসি, খাওয়াতেও...
ভোগের ভিতর দেখে যেতে চাই মহামায়ার স্বরূপ!
ছেড়ে কোথায় যাব- চারদিকে শুধুই মায়া!
মায়ার সন্তান হল ভোগ, যার ছায়া হল ত্যাগ-
কায়া যেখানে, ছায়া সেখানে:
ভোগই শেখায় ত্যাগের মহিমা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ৩১/১২/২০১৯চমৎকার দাদা
-
সাইয়িদ রফিকুল হক ৩১/১২/২০১৯ভালো।