www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- মায়া- পৃষ্ঠা ৩

মায়া



মায়ার বাবা হার মানার পাত্র নয় অত সহজে |
ধর্মের মোহ ভূত হয়ে বসে আছে তার মগজে ||
মেয়ে আমার চাইই যে ভাবেই হোক |
পালিয়েছে ও শয়তানের সাথে- মাথাতে ঝোঁক ||
মা বলে, মানিনা আমি এই বিয়ে |
অজিতের নামে ডায়েরি করো থানায় গিয়ে ||
পুলিশ ঠিকই আনবে ওকে ধরে |
শয়তানটা পচবে বন্ধ কারাগারে ||
ওই খেয়েছে মেয়েটার মাথা |
জানিনা মায়া কেমন আছে, আছেই বা কোথা ||
এ কে সিনহা দারোগার নাম |
স্বভাব ইতর, চরিত্র অধম ||
রাজনীতির মানুষকে ঠেকাতে হবে রাজনীতি দিয়েই |
পুরো ব্যাপারটা স্থানীয় নেতাদের জানাবে নিজে গিয়েই ||
তাদেরই, যারা অজিতের বিপরীতে |
যারা নেতার মতো নেতা- সময়ে অসময়ে সুবিধেবাদী রীতি নীতিতে ||
শোষণ শাসনের ইতিহাস তাদের হাতেই লেখা |
অন্যায় অত্যাচার তাদের কাছেই শেখা ||
মোটা টাকা ঘুষ খেয়েছে দারোগাবাবু |
এলাকার দোদমাও পাবে কষ্টের দাম- দুধ কলা সাবু ||
অজিতকে সরিয়ে ফেললেই চুকে যাবে লেটা |
আইন জগন্নাথ- দু হাত কাটা ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast