www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- মায়া- পৃষ্ঠা ২

মায়া



বাড়ি ছেড়ে চলে গেল মায়া- বলতে গেলে পালিয়ে |
পরম্পরা বুঝে নেবে, বাজিয়ে নয়, তলিয়ে ||
অজিতের হাত ধরে থাকবে সে আজীবন |
একসাথেই পথ চলা, একসাথেই মরণ ||
সাম্যবাদই আদর্শ, আর সব মিছে |
আচার্যগুরুর ব্রহ্মসূত্র রেখেছে মানুষকে পিছে ||
জগতের মায়া কখনোই ত্যাগ করবে না মায়া |
জগতের কান্না ঘোচাবে সে, অসীম তার দয়া ||
চলে আসার সময় মা বাবাকে সে করেনি প্রণাম |
যারা ভেদাভেদ মানেন, মুখে আনবে না তাদের নাম ||
পদবিকে সে ঘৃণা করে, ধর্মকে রাখে পদতলে |
ইনকিলাব হাঁক পাড়ে, শিস দিয়ে মন্ত্র বলে ||
অজিত তার আদর্শ, অজিত তার নেতা |
খেটে খাওয়া মানুষদের বাঁধে একসাথে- শেখায় একতা ||
শ্রেণী সংগ্রামের জিত হবে- নতুন সূর্যোদয় |
মায়া থাকলে পাশে নেই কোনও ভয় ||
গঠনমূলক কাজে দুজনেই হাত বাড়ায় |
একটা পাউরুটি দুজনে ভাগ করে খায় ||
যে যেখানে সুখ খুঁজে পায়, সেখানেই থাকুক |
সুখ যেন না খোঁজে মানুষ, দুঃখে না ভাসুক বুক ||
একই ছাদের তলায় ছোট্ট ঘরে বাস |
জীবন যায়নি থমকে, সময় চলমান, আদর্শের আশ্বাস ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast