www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- মালবিকা- পৃষ্ঠা ৬

মালবিকা



মেয়ে আমার ফেরত চাই, চাই না টাকা গহনা |
ওর বাবা বলে, ওকে ছাড়া আর বাঁচবো না ||
ওর মা মূর্ছা যায় ঘনঘন |
জলের ঝাপটা দিয়েও তার হুঁশ নেই কোনও ||
দারোগাবাবু বলে, আমার কাছে প্রমাণ আছে |
মেয়ে আপনার সুবাসের হাত ধরে পালিয়েছে ||
টাকা গহনা যা ছিল নিয়ে গেছে সাথে |
গুপ্ত প্রেম ছিল, সন্দেহ নেই তাতে ||
মিথ্যে বলছেন আপনি |
মেয়ে আমার কখনোই নয় অমনি ||
টাকা পয়সা আপনিই নিয়েছেন সব |
এবার দিন আমার মেয়ের জীবনের হিসাব ||
দারোগাবাবু ঘুরিয়ে মারে এক চড় |
ওর বাবা মুখ থুবড়ে পড়ে মাটির উপর ||
মলয় মালতী সুখে ঘর বাঁধে |
পথের কাঁটা সরে গেছে- বোঝা নেই কাঁধে ||
মালবিকার মা বাবা পথের ভিখারী |
যাকেই দেখে মেয়ের কথা জিজ্ঞেস করে হাত ধরি ||
মালতীকে দূর থেকে দেখে ডাকে কাছে |
সুবাসের সাথে ঘর বেঁধে মালবিকা সুখেই আছে ||
বলো না মা কোথায় ওর ঘর |
ওই দেখা যায় ঝিল- তারই উপর ||

(সমাপ্ত)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast