www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- মালবিকা- পৃষ্ঠা ৫

মালবিকা



একটা মেয়ে ঘর ছেড়ে আসে অনেক আশা বুকে নিয়ে |
নতুন জীবনের স্বপ্ন চোখে- নয়কো শুধুই শাস্ত্র মতে বিয়ে ||
বিশ্বাস করেছিল মলয়কে সে অন্ধের মতো |
দু চোখ বুজে ধরেছিল হাত- অগ্নিসাক্ষীর অর্থ ||
বোঝেনি সে কপালে তার লেগে গেছে আগুন |
কালো ছায়া নিয়েছে কেড়ে বনান্তরের ফাগুন ||
কোথায় যেন গেছে হারিয়ে পাখির কণ্ঠস্বর |
ছাদ ভেঙে শ্রাবণের জল ভাসিয়েছে বাসর ঘর ||
বেহুলা লখিন্দরের গল্প এটা নয় |
কাল সাপ ঢুকেছিল, তবে অন্য অভিপ্রায় ||
ঘুম ভাঙতে মালবিকার হল বেশ দেরি |
ততক্ষণে সব গেছে উল্টেপাল্টে- সাক্ষী দেওয়ালের ঘড়ি ||
মালবিকার পাড়ার ছেলে, ভাইয়ের মতো সুবাস |
রাখি বাঁধে পূর্ণিমাতে- মালতী খেলে তাস ||
মালবিকা সুন্দরী, চরিত্র নয় ভালো |
শ্বশুর শাশুড়ি পাড়ার লোকের চোখে ঠুলি- অন্ধকারময় আলো ||
থানা পুলিশ করে বাপু কোনও লাভ নেই |
মালবিকার গহনা দিয়ে মালতী করেছে হাত থানার দারোগাকেই ||
পাড়ার কিছু ছেলে হাতে কাঁচা টাকা পেয়ে মুখে অ্যাসিড ছুঁড়ে মারে |
জ্বালা যন্ত্রণায় অতল ঝিলে ঝাঁপিয়ে সে পড়ে ||
উঠে আসেনি সে আর- সূর্য গেছে অস্তাচলে |
সুবাস বেচারা পচছে এখন- নির্বাসিত জেলে ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast