দীর্ঘ কবিতা- মালবিকা- পৃষ্ঠা ৪
মালবিকা
৪
মলয়ের সাথে মালতীর প্রেম- অনেক দিনের ভাব |
সবই আছে, শুধু টাকা পয়সার অভাব ||
মালবিকার প্রচুর সম্পদ- একবার যদি পায় হাতে |
অমর হবে গুপ্ত প্রেম, কেল্লাফতে ||
মলয়ের মা বাবা ছেলের কথায় ওঠে বসে |
নিজেদের কোনও মত নেই, ছেলের ভাবনাই মনে আসে ||
মলয়ও নয় অত চালাক চতুর |
মালতীর কূটবুদ্ধি প্রচুর ||
মালবিকাকে দাবি করে গেছে মলয় নিজে এসে |
কিচ্ছুটি সে চায়নি- সততায় মুগ্ধ করেছে হেসে ||
মালবিকার মা বাবা ওর ব্যবহারে মুগ্ধ |
আজকালকার ছেলের মতো নয়- খাঁটি দুগ্ধ ||
তাদের মালবিকাও ঠিক এমনটাই- সৎসাহসের প্রতীক |
স্বস্তির হওয়া চারিদিকে, সময়টাও সঠিক ||
মালবিকার বাবা দিয়েছে আশ্বাস |
আমার সঞ্চয় তোমাদের দুজনের, তোমাকেই বিশ্বাস ||
মালবিকার মা দিয়েছে কথা |
আমার গহনা তোমাদের অভাবে বৃষ্টির ছাতা ||
মালতীর বুদ্ধির তারিফ করে মলয় |
সেইই দেখাবে জীবনের পথ, কোনও সন্দেহ নয় ||
শুধু বিয়েটা একবার হয়ে যাক |
হাতানোর কৌশলে আইনের ফাঁক ||
(চলবে)
৪
মলয়ের সাথে মালতীর প্রেম- অনেক দিনের ভাব |
সবই আছে, শুধু টাকা পয়সার অভাব ||
মালবিকার প্রচুর সম্পদ- একবার যদি পায় হাতে |
অমর হবে গুপ্ত প্রেম, কেল্লাফতে ||
মলয়ের মা বাবা ছেলের কথায় ওঠে বসে |
নিজেদের কোনও মত নেই, ছেলের ভাবনাই মনে আসে ||
মলয়ও নয় অত চালাক চতুর |
মালতীর কূটবুদ্ধি প্রচুর ||
মালবিকাকে দাবি করে গেছে মলয় নিজে এসে |
কিচ্ছুটি সে চায়নি- সততায় মুগ্ধ করেছে হেসে ||
মালবিকার মা বাবা ওর ব্যবহারে মুগ্ধ |
আজকালকার ছেলের মতো নয়- খাঁটি দুগ্ধ ||
তাদের মালবিকাও ঠিক এমনটাই- সৎসাহসের প্রতীক |
স্বস্তির হওয়া চারিদিকে, সময়টাও সঠিক ||
মালবিকার বাবা দিয়েছে আশ্বাস |
আমার সঞ্চয় তোমাদের দুজনের, তোমাকেই বিশ্বাস ||
মালবিকার মা দিয়েছে কথা |
আমার গহনা তোমাদের অভাবে বৃষ্টির ছাতা ||
মালতীর বুদ্ধির তারিফ করে মলয় |
সেইই দেখাবে জীবনের পথ, কোনও সন্দেহ নয় ||
শুধু বিয়েটা একবার হয়ে যাক |
হাতানোর কৌশলে আইনের ফাঁক ||
(চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুর হোসেন ১৯/১২/২০১৯ভালো লাগলো
-
সাইয়িদ রফিকুল হক ১৮/১২/২০১৯ভালো।