www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- মালবিকা- পৃষ্ঠা ৩

মালবিকা



মলয় যোগ্য ছেলে- মালবিকার সাথে প্রচুর মিল |
হাওয়া মনোরম, তবু গভীরতার ভয়ে কাঁপে ঝিল ||
কয়লা খনিতে ঘুরে ঘুরে পেয়েছে একটুকরো হীরে |
বেরোবার পথ জানা নেই, হারিয়েছে অজানা ভিড়ে ||
জানতো না আগে থেকে বিষাক্ত গ্যাস সম্বন্ধে |
অভিধানেও লেখা নেই, প্রাণ ওষ্ঠাগত দুর্গন্ধে ||
বাবা বলে, মলয় ভালো ছেলে |
মা বলে, নতুন জীবন শুরু কর দুজন মিলে ||
মালবিকা কাতর কণ্ঠে বলে ওঠে মনের কথা |
শিখে যাবো তাকেই ভালোবাসতে, জানাবো প্রাণের ব্যথা ||
তোমাদের পছন্দই আমার পছন্দ |
মনে আমার এতটুকুও নেই ধন্দ ||
তোমরা পাঠাবে যেখানে, সেখানেই আমি সুখী |
বাঁধা থাক পা, ছাঁটা থাক ডানা, গান গাইবে আকাশের পাখি ||
বিয়ে মানেই হারানো নয় সত্তা |
আজীবন মিলেমিশে খুনসুটি করে বাঁচে গিন্নি কর্তা ||
ওর মা বাবা দুজনের মধ্যে রোজ রোজ যেমনটা হয় |
দিনে ঝগড়া, রাতে মিল, নেই ছাড়াছাড়ির ভয় ||
মা বাবা সারা জীবন থাকে না- স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট |
পতি পত্নী পরম বন্ধু বান্ধবী- নয়কো দলছুট ||
মিলেমিশে সংসার করে, মানুষ করে সন্তান |
সংসার বন্ধনের মতো কোনও কিছুই নয় আপন ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast