www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- মালবিকা- পৃষ্ঠা ২

মালবিকা



শাস্ত্র এমন ভাবেই লেখা, সমাজ এমন ভাবেই তৈরী |
নিজের মেয়ে পরের ঘরের হাল রাখে ধরি ||
যে ঘরে জন্মালো সে, সেই ঘরে নেই ঠাঁই |
নইলে সমাজ আঙ্গুল তোলে- তার জবাব চাই ||
সময়ের সাথে বদলায় অতীত, বর্তমান ও ভবিষ্যৎ |
সংস্কারের নেই বদল- যে বদলাতে চায়, সে অসৎ ||
চলে যাবে সে ঘর ছেড়ে, অন্তর ছেড়ে নয় |
দশমীর বিদায় করুণ, তবু আসছে বছর আবার হয় ||
বাবা ভাবে চুপ করে- চলে যাবে মালবিকা |
অস্তিত্ব তার নিরুদ্দেশ হওয়া ছেলেটির মতো একা ||
মা ভাবে চুপ করে- কোথায় যাবে মেয়েটা |
মেয়ে ছাড়া মহাকাশের ফাঁকা এই তুচ্ছ জীবনটা ||
তবুও তাকে মানতে হবে সমাজ সংস্কার শাস্ত্র |
ভগবানের হাতেই থাকে অসুর মারার অস্ত্র ||
সময় এসে দরজায় নাড়ে কড়া |
মালবিকা বলে, যাবো না, বাঁচবো না মা বাবা ছাড়া ||
বাবা বোঝান, তা বললে কি হয় |
মা বোঝান, সব মেয়ের জীবনেই এমন দিন আসে, কিছুই হারাবার নয় ||
মালবিকা সুধায়, এমন নিয়ম কেনই বা |
বিয়েটাই কী শেষ পরিণতি- ঠাঁই নেই নতুবা ||
ধর্ম মেনেই মেয়েরা আজ এতো অসহায় |
তবু ধর্ম কী এগিয়ে এসে কারোকে বাঁচায় ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast