www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- মালবিকা- পৃষ্ঠা ১

মালবিকা



মা বাবার একমাত্র মেয়ে- অপরূপা সুন্দরী |
মালবিকা নাম তার, সাজে রকমারি ||
আদর আল্হাদে মানুষ, তাই মনটা নরম |
বাবা কপালে চুমু খান, মায়ের কোলে ঘুম ||
লেখাপড়া শিখুক যত খুশি, দেবোনা করতে চাকরি |
একমাত্র মেয়ে আরাম করে খাবে- আমিই কষ্টে সঞ্চয় করি ||
আমি বাবা- মেয়ের জন্য আগে আসে চোখে জল |
মেয়ে আমার চোখের মণি- আমি ওর সম্বল ||
আমি ঘরের সব কাজ করি, ঢুকতে দিই না মেয়েকে রান্না ঘরে |
ভালোমন্দ রান্না করি- ও খাবে তৃপ্তি করে ||
নাড়ীর টান সব থেকে বড় সম্পর্ক |
ওর হাসিতেই আমার হাসি, ওর ব্যথায় অস্তাচলগামী অর্ক ||
মেয়েকে নিয়েই স্বপ্ন ওদের, মেয়েকে নিয়েই আশা |
মেয়েকে ঘিরেই স্নেহ মমতা, মেয়েকে ঘিরেই যত ভালোবাসা ||
কচি হাতের হালকা মুঠো এখন ছন্দ লেখে |
কচি পায়ের নরম পাতা এখন নাচ শেখে ||
যা মন চায় করুক ও- নেই কোনও বাধা |
মেয়ের আবদার রাখতে করো মনে নেইকো দ্বিধা ||
মেয়ে ছাড়া সংসারে লক্ষ্মী অচলা |
মেয়ের উপস্থিতিতেই পূর্ণ ধানের গোলা ||
একদিন চলে যাবে ও অপরের ঘরে |
ভাবলে গায়ে কাঁটা দেয়, চোখে আসে জল ভরে ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast