দীর্ঘ কবিতা- মেঘা- পৃষ্ঠা ৪
মেঘা
৪
কাকিমার কথায় কাকা বুঝে গেল বেশ |
হাতটানের স্বভাব আছে আমার, আলমারিতে রাখা টাকা শেষ ||
কারণটা আমি জানি ভালো করে |
পুরুষ বন্ধুর সাথে কাকিমা হুল্লোড় করেছে ঘরে ||
কাকা ছিল চেম্বারে, টুবাই পাশের বাড়িতে বন্ধুর কাছে |
মুখ মিথ্যে বললেও চোখ বলে না, ভয় ধরেছে পাছে ||
আমি যে সাক্ষী জ্বলন্ত |
এই মহিলাই নষ্ট করছে কাকার আদি অন্ত ||
টাকার লোভে করেছে বিয়ে সরল মানুষটাকে |
মানুষটাও আটকা পড়েছে ইঁদুর কলের ফাঁকে ||
টুবাই-এরও মায়ের স্বভাব- বাসি খাওয়ারে গন্ধ |
কাজ পাগল কাকা কবে বুঝবে সংসারের ভালোমন্দ ||
কাকার জন্য মায়া হয়, কষ্ট লাগে খুব |
কলস বেঁধে কোমরে, গাঙে না দেয় যেন ডুব ||
লেখাপড়া নিয়ে ব্যস্ত মানুষ চালাক চতুর নয় |
স্বার্থপর সমাজে তাদেরই বেশি ভয় ||
কাকা আমার দু গালে মারলো দুটো চড় |
আমার দাদার মেয়ে তুই, দূর হ, মর ||
এই ঘরে আর তোর নেই কোনও স্থান |
লেখাপড়া তোর হবে না- লক্ষীছাড়া, ছড়াস ঘরের ধান ||
গ্রামের মেয়ে যা গ্রামে ফিরে, হবি না আর এমুখো |
কাকিমা বলে, পরের মেয়ে কেমন হয় দেখো ||
(চলবে)
৪
কাকিমার কথায় কাকা বুঝে গেল বেশ |
হাতটানের স্বভাব আছে আমার, আলমারিতে রাখা টাকা শেষ ||
কারণটা আমি জানি ভালো করে |
পুরুষ বন্ধুর সাথে কাকিমা হুল্লোড় করেছে ঘরে ||
কাকা ছিল চেম্বারে, টুবাই পাশের বাড়িতে বন্ধুর কাছে |
মুখ মিথ্যে বললেও চোখ বলে না, ভয় ধরেছে পাছে ||
আমি যে সাক্ষী জ্বলন্ত |
এই মহিলাই নষ্ট করছে কাকার আদি অন্ত ||
টাকার লোভে করেছে বিয়ে সরল মানুষটাকে |
মানুষটাও আটকা পড়েছে ইঁদুর কলের ফাঁকে ||
টুবাই-এরও মায়ের স্বভাব- বাসি খাওয়ারে গন্ধ |
কাজ পাগল কাকা কবে বুঝবে সংসারের ভালোমন্দ ||
কাকার জন্য মায়া হয়, কষ্ট লাগে খুব |
কলস বেঁধে কোমরে, গাঙে না দেয় যেন ডুব ||
লেখাপড়া নিয়ে ব্যস্ত মানুষ চালাক চতুর নয় |
স্বার্থপর সমাজে তাদেরই বেশি ভয় ||
কাকা আমার দু গালে মারলো দুটো চড় |
আমার দাদার মেয়ে তুই, দূর হ, মর ||
এই ঘরে আর তোর নেই কোনও স্থান |
লেখাপড়া তোর হবে না- লক্ষীছাড়া, ছড়াস ঘরের ধান ||
গ্রামের মেয়ে যা গ্রামে ফিরে, হবি না আর এমুখো |
কাকিমা বলে, পরের মেয়ে কেমন হয় দেখো ||
(চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এহসানুল হক রিফাত ১৪/১২/২০১৯ভালো লিখেছেন
-
সাইয়িদ রফিকুল হক ১৩/১২/২০১৯ভালো লাগছে।
-
নুর হোসেন ১৩/১২/২০১৯ভালো চলছে চলুক...