দীর্ঘ কবিতা- মেঘা- পৃষ্ঠা ৩
মেঘা
৩
বই পত্তর কিছু দিয়েছে কিনে কাকা |
তারই ভিতর মুখ লুকিয়ে সময় কাটাই একা ||
কাকা বেরিয়ে যাওয়ার পর শুরু হয় হাড়ভাঙা খাটুনি |
এদিক ওদিক হলে পড়ে জোটে কাকিমার পিটুনি ||
কাজের লোক দিয়েছে ছাড়িয়ে- টাকা জমানোর ধান্দা |
কচি হাত নড়বড়ে, তবু চায়না কোনও চাঁদা ||
স্বপ্নগুলো ভেঙে সব হল খানখান |
কীসের আশায় এসেছিল যেন- রাঙা শাড়ীর বদলে জুটলো সাদা থান ||
কত টাকা নষ্ট হয়, ধুয়ে যায় জলে |
মান ইজ্জত বাড়ে না মদ না খেলে ||
মদ খাওয়ার নেশা কাকাকে ধরিয়েছে কাকিমা |
শহরের ছোঁয়ায় গ্রামের মানুষ হারিয়েছে সরলতার তকমা ||
কাকাকে কেমন অচেনা লাগে মেঘার মাঝেমাঝে |
বাবার ভাই সেজে উঠেছে স্ত্রীরই সাজে ||
মানুষ উপকার ভুলে যায়, ভুলে যায় দেওয়া কথা |
মানুষের অন্তরে আজ মানবিকতা জানায় ব্যথা ||
কোথায় যেন হারিয়ে গেছে পরিবারের মিলমিশ |
ঘরে ঘরে ছড়িয়েছে দেনা পাওনার বিষ ||
আমরা ওরা দু ভাগে ভেঙেছে সংসার |
শিক্ষা আজ সংকীর্ণ, শূন্য জ্ঞানের ভান্ডার ||
পরীক্ষায় পাশ করলেই কী বড় হওয়া যায় |
রোজগেরে মানুষের ভিড়ে সুস্থ মানুষ পথ হারায় ||
(চলবে)
৩
বই পত্তর কিছু দিয়েছে কিনে কাকা |
তারই ভিতর মুখ লুকিয়ে সময় কাটাই একা ||
কাকা বেরিয়ে যাওয়ার পর শুরু হয় হাড়ভাঙা খাটুনি |
এদিক ওদিক হলে পড়ে জোটে কাকিমার পিটুনি ||
কাজের লোক দিয়েছে ছাড়িয়ে- টাকা জমানোর ধান্দা |
কচি হাত নড়বড়ে, তবু চায়না কোনও চাঁদা ||
স্বপ্নগুলো ভেঙে সব হল খানখান |
কীসের আশায় এসেছিল যেন- রাঙা শাড়ীর বদলে জুটলো সাদা থান ||
কত টাকা নষ্ট হয়, ধুয়ে যায় জলে |
মান ইজ্জত বাড়ে না মদ না খেলে ||
মদ খাওয়ার নেশা কাকাকে ধরিয়েছে কাকিমা |
শহরের ছোঁয়ায় গ্রামের মানুষ হারিয়েছে সরলতার তকমা ||
কাকাকে কেমন অচেনা লাগে মেঘার মাঝেমাঝে |
বাবার ভাই সেজে উঠেছে স্ত্রীরই সাজে ||
মানুষ উপকার ভুলে যায়, ভুলে যায় দেওয়া কথা |
মানুষের অন্তরে আজ মানবিকতা জানায় ব্যথা ||
কোথায় যেন হারিয়ে গেছে পরিবারের মিলমিশ |
ঘরে ঘরে ছড়িয়েছে দেনা পাওনার বিষ ||
আমরা ওরা দু ভাগে ভেঙেছে সংসার |
শিক্ষা আজ সংকীর্ণ, শূন্য জ্ঞানের ভান্ডার ||
পরীক্ষায় পাশ করলেই কী বড় হওয়া যায় |
রোজগেরে মানুষের ভিড়ে সুস্থ মানুষ পথ হারায় ||
(চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১২/১২/২০১৯আবার দীর্ঘ কবিতা!!!
-
নুর হোসেন ১২/১২/২০১৯ভালো লাগলো।