দীর্ঘ কবিতা- মেঘা- পৃষ্ঠা ২
মেঘা
২
কোলকাতা কেমন যেন, আলো বাতাস নেই |
মানুষের মনে বদ্ধ আঁধার- উদারতা শ্মশান পথের খই ||
গ্রাম কত খোলামেলা, কত আলো বাতাস |
এখানে সারাদিন প্রাণের ভিতর হাঁসফাঁস ||
গ্রামের মানুষ কত সরল- মানুষের কথা ভাবে |
শহরে সব নিজেদের ব্যাপার- কে কার খাবে ||
আটকা পড়ে গেছে মন- শুনি হৃদয়ের কান্না |
ধান জমি দেখবে বলে ধরেছে সে বায়না ||
বাবার কথা মনে পড়ে, মনে পড়ে মায়ের মুখ |
লেখাপড়ায় মন দিয়ে ভুলে থাকে সকল দুঃখ ||
ইস্কুলে ভর্তি হবে, বলেছে কাকা |
কাকিমা বলে, ঘরে বসেই পড়ুক ও, আর উড়িওনা টাকা ||
কাকার ছেলে, টুবাই, সারাদিন বিরক্ত করে মারে |
কাকিমা বলে, তুই কেন ঢুকিস ওর খেলার ঘরে ||
বিরাট বাড়ির দালানেতে হল আমার ঠাঁই |
রাতদিনের কাজের মেয়ে- উচ্ছিষ্ট খাই ||
কাকা রোজ সকালে কাজে বেরোয়, ফেরে রাত করে |
মাথা ঘামায় না যে সে কথায়, অযথা নাক গলায় না সংসারে ||
সংসারের চাবিকাঠি কাকিমারই হাতে |
হাতের মুঠোয় কাকার রোজগার, যা খুশি তাতে ||
কাকা কোনও হিসেব চায় না- বিশ্বাসে ভরপুর |
মনে হয় কাকা যেন কাকিমার পোষা কুকুর ||
(চলবে)
২
কোলকাতা কেমন যেন, আলো বাতাস নেই |
মানুষের মনে বদ্ধ আঁধার- উদারতা শ্মশান পথের খই ||
গ্রাম কত খোলামেলা, কত আলো বাতাস |
এখানে সারাদিন প্রাণের ভিতর হাঁসফাঁস ||
গ্রামের মানুষ কত সরল- মানুষের কথা ভাবে |
শহরে সব নিজেদের ব্যাপার- কে কার খাবে ||
আটকা পড়ে গেছে মন- শুনি হৃদয়ের কান্না |
ধান জমি দেখবে বলে ধরেছে সে বায়না ||
বাবার কথা মনে পড়ে, মনে পড়ে মায়ের মুখ |
লেখাপড়ায় মন দিয়ে ভুলে থাকে সকল দুঃখ ||
ইস্কুলে ভর্তি হবে, বলেছে কাকা |
কাকিমা বলে, ঘরে বসেই পড়ুক ও, আর উড়িওনা টাকা ||
কাকার ছেলে, টুবাই, সারাদিন বিরক্ত করে মারে |
কাকিমা বলে, তুই কেন ঢুকিস ওর খেলার ঘরে ||
বিরাট বাড়ির দালানেতে হল আমার ঠাঁই |
রাতদিনের কাজের মেয়ে- উচ্ছিষ্ট খাই ||
কাকা রোজ সকালে কাজে বেরোয়, ফেরে রাত করে |
মাথা ঘামায় না যে সে কথায়, অযথা নাক গলায় না সংসারে ||
সংসারের চাবিকাঠি কাকিমারই হাতে |
হাতের মুঠোয় কাকার রোজগার, যা খুশি তাতে ||
কাকা কোনও হিসেব চায় না- বিশ্বাসে ভরপুর |
মনে হয় কাকা যেন কাকিমার পোষা কুকুর ||
(চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ৩১/১০/২০২৩সুন্দর অনুভবী উচ্চারণ!
-
আমীন রুহুল ১১/১২/২০১৯অনেক সুন্দর লেখা
-
সাইয়িদ রফিকুল হক ১১/১২/২০১৯তবুও কলকাতা কত স্বপ্নের!
-
মোঃ বুলবুল হোসেন ১১/১২/২০১৯মেঘ চমৎকার কাব্য