www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- মেঘা- পৃষ্ঠা ১

মেঘা



সুদূর গ্রাম থেকে এসেছিল মেঘা শহরে |
স্বপ্নটুকু শৈশবের স্নিগ্ধতাকে নিতে দেয়নি কেড়ে ||
কাকুর বাড়িতে আসা লেখাপড়া শিখবে বলে |
নিজের তেজে সূর্যের মতো উঠতে চেয়েছিল জ্বলে ||
বাবা গরীব কৃষক, ভাইকে পড়িয়েছে ডাক্তারি |
ক্ষেতের মাটি শ্রমের সাক্ষী, শ্বাসে বাতাস ভারী ||
নিজে লেখাপড়া শেখেনি, তবু লেখাপড়া ভালোবাসে |
পায়ের ছাপ না লাগে যেন সবুজ কচি ঘাসে ||
বংশানুক্রমে কৃষক সবাই, কচি হাতে হাল ধরা |
একজন শিক্ষিত হবেই- প্লাবিত মরুর খরা ||
ভাইকে ধরতে দেয়নি হাল- দৃঢ় প্রত্যয় |
বংশের মুখ রাখবে ও, ঘুঁচবে যত ভয় ||
গ্রামের মানুষ দেখবে সবাই, বলবে এসে, সাবাস |
মাটি না কোপালেও গোলায় ধান থাকবে বারো মাস ||
ভাই দিয়েছিল কথা, তোমার সন্তানের দায়িত্ব আমি নেবো |
তোমার ঋণ শোধ না হোক, তোমাকে ইনাম দেবো ||
তোমার ত্যাগেই আমি মহান, এ কথা আমি মানি |
আমার শরীরে তোমার শ্রম, এ কথাও জানি ||
তুমি যেভাবে পাশে ছিলে, আমিও থাকবো পাশে |
তোমার সেবায় হাজির হবো খড়কুটো হয়ে ভেসে ||
ভাই আমার বুকে আয়, তুইই আমার জীবন |
তোর উন্নতিতেই আমার সুখ, তোর দুঃখেই মরণ ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast