দীর্ঘ কবিতা- মানসী- পৃষ্ঠা ৮
মানসী
মানাসীর মতোই আনি শোকে পাথর |
ভালোবাসার পথ কাঁটায় ভরা, ভবিষ্যৎ নিথর ||
সন্তানের মুখ দেখে যেতে পারলো না সে কোন পাপে |
জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল কী জানি কার অভিশাপে ||
পাহাড় চূড়ায় পা রাখলেই পৃথিবী কী পায়ের তলায় |
পা পিছলে গড়িয়ে পড়লে, তখনই বোধদয় হয় ||
স্বপ্নের পাখি ডানা ভেঙে মুখ থুবড়ে পড়লো |
স্বপ্ন যত নিভে গিয়ে কালো ধোঁয়া ছড়ালো ||
মানসী কূল কিনারা হারায়, চোখের জল ফেলে |
আনির সাথে করবে দেখা- পথ বেয়ে চলে ||
প্রথম দেখায় আনি বুঝে নেয় মানসীর পরিচয় |
তাকেই ঠকানোর সাজা মানব পেয়েছে বোধহয় ||
মানসী বলে, না না, সে করেনি এমন কাজ |
বড় হতে চেয়েছিল সে- নয়কো ধান্দাবাজ ||
আনি বলে, আমি আর যাবো না এই মাটি ছেড়ে |
এখানেই বড় করবো সন্তান নাড়ীর টানের ভিড়ে ||
আমি তোমার পাশে থাকবো আনি চিরকাল |
বীণার ছেঁড়া তার বেঁধে বাজাবো হারানো তাল ||
আনির ভালোবাসা মানসীর মতোই গভীর |
আপন করেছে সে স্বামীর দেশ, মিটিতে ঠেকানো শির ||
স্বামীর চিতার আঁচ এখনও লাগছে গায়ে |
তার শ্বাস বইছে আজও এই দেশেরই বায়ে ||
আমার বাড়ি চলো, মানসী বলে আনির হাত ধরি |
আমার এই মাটিতে জন্ম যেন, এই মাটিতেই মরি ||
(সমাপ্ত)
মানাসীর মতোই আনি শোকে পাথর |
ভালোবাসার পথ কাঁটায় ভরা, ভবিষ্যৎ নিথর ||
সন্তানের মুখ দেখে যেতে পারলো না সে কোন পাপে |
জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল কী জানি কার অভিশাপে ||
পাহাড় চূড়ায় পা রাখলেই পৃথিবী কী পায়ের তলায় |
পা পিছলে গড়িয়ে পড়লে, তখনই বোধদয় হয় ||
স্বপ্নের পাখি ডানা ভেঙে মুখ থুবড়ে পড়লো |
স্বপ্ন যত নিভে গিয়ে কালো ধোঁয়া ছড়ালো ||
মানসী কূল কিনারা হারায়, চোখের জল ফেলে |
আনির সাথে করবে দেখা- পথ বেয়ে চলে ||
প্রথম দেখায় আনি বুঝে নেয় মানসীর পরিচয় |
তাকেই ঠকানোর সাজা মানব পেয়েছে বোধহয় ||
মানসী বলে, না না, সে করেনি এমন কাজ |
বড় হতে চেয়েছিল সে- নয়কো ধান্দাবাজ ||
আনি বলে, আমি আর যাবো না এই মাটি ছেড়ে |
এখানেই বড় করবো সন্তান নাড়ীর টানের ভিড়ে ||
আমি তোমার পাশে থাকবো আনি চিরকাল |
বীণার ছেঁড়া তার বেঁধে বাজাবো হারানো তাল ||
আনির ভালোবাসা মানসীর মতোই গভীর |
আপন করেছে সে স্বামীর দেশ, মিটিতে ঠেকানো শির ||
স্বামীর চিতার আঁচ এখনও লাগছে গায়ে |
তার শ্বাস বইছে আজও এই দেশেরই বায়ে ||
আমার বাড়ি চলো, মানসী বলে আনির হাত ধরি |
আমার এই মাটিতে জন্ম যেন, এই মাটিতেই মরি ||
(সমাপ্ত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৩/০২/২০২০বাহ
-
আমীন রুহুল ০৯/১২/২০১৯খুব ভাল
-
আরজু নাসরিন পনি ০৯/১২/২০১৯বাহ! সুন্দর!
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১২/২০১৯ভালো।