www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- মানসী- পৃষ্ঠা ৭

মানসী



বিমান বন্দর থেকে ফেরার পথে ঘটলো অঘটন |
ভোরের কাগজ লিখেছে সেই ভয়াবহ কথন ||
মা সেতুর রেলিং ভেঙে গাড়ি গড়িয়েছে নীচে |
আনি ও চালক প্রাণে বাঁচলেও, মানব গেছে মুছে ||
মানসী মূর্ছা যায়, হঠাৎ হারায় জ্ঞান |
শেষ দেখা হল না, হারিয়ে গেল গান ||

সব শক্তি হারিয়েছে, খবরটা পেয়েছে যেই |
নিমতলায় যে যাবে, সেই ক্ষমতাই নেই ||
ঝড়ের বেগে চলছিল গাড়ি- মানবেরই কথায় |
সিটবেল্ট বাঁধেনি ও, কোনও পরোয়া নয় ||
সাবধানী থেকে বেপরোয়া হল কীভাবে |
এই প্রশ্নেরই উত্তর মানসী ভাবে ||

অন্তঃসত্ত্বা আনি এখন আত্মহারা |
এ অভাব মিটবে না- শূন্য লক্ষ্মীর ঘড়া ||
চালক ভাবে, আমি কেমনে গেলাম বেঁচে |
সবই আমার খেলা, নিয়তি বলে গেছে ||
সারা দেশে পালিত হবে শোক দিবস |
অবজ্ঞা করেছিল যে মাকে, সেইই দুঃখে অবশ ||

ডেভিড স্যার সব শোনে গভীর ভাবে |
একজন চলে গেলে অপরে জায়গা নেবে ||
এই ভারতে আছে প্রচুর মানব |
তাদের কোনও ক্ষতি নেই, আগের মতোই সব ||
মানবের অপূর্ণ কাজ পূর্ণ করবে অন্য জন |
মানবের শোকে শোকাতুর নয় ডেভিড স্যারের মন ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast