www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- মানসী- পৃষ্ঠা ৬

মানসী

আমার জন্য কেন নষ্ট হবে তার জীবন |
নিজের জেদের বশে কেন বাঁধবো রেখে তার মন ||
সে আজ সফলতার সর্বোচ্চ চূড়ায় |
প্রেম পৌঁছেছে আজ পূজার পর্যায় ||
এখনও কী সে আমায় রেখেছে মনে |
রেখেছে কী বাঁচিয়ে আজও আমায় মনের কোনও অজানা কোণে ||

তাকে বড়ই দেখতে হয় ইচ্ছে |
হারানো সেই মুহূর্তগুলো সবই কী মিছে ||
বড় হতে গেলে অনেক কিছুই করতে হয় ত্যাগ |
প্রতিভা হারানো অন্যায়, কালের কপালে কলঙ্কের দাগ ||
সে গেছে সঠিক পথেই |
আমি কেন অযথা ভেবে মরি, তীরে হারাই খেই ||

স্বাধীন হয়েও সুখী নয় নিজেরই দোষে |
তুই নিজে ছেড়েছিস হাত, নিয়তি কয় হেসে ||
মতামত যেখানে মেলেনা, সেখানে হাত ধরা বৃথা |
কেন তবে খুঁজে বেড়াই অন্তরের হারানো কথা ||
শুনছি, আসবে সে সপরিবারে এই অভাগা দেশে |
বিশেষ কোনও কাজ আছে, বাতাস বলে এসে ||

রোদ্দুর হাসে আকাশের কোলে |
এ দেশ থেকে ও দেশ ঘুরে মেঘ লুকোচুরি খেলে ||
দূর থেকে দেখবো তাকে, বাঁচার সাধ |
একই আছে না বদলে গেছে আমার আকাশের চাঁদ ||
মুখোমুখি হলে চোখের জল আটকাবো কেমনে |
একসাথে একবার ফেলেছিলাম অশ্রু, এখনও আছে মনে ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast