দীর্ঘ কবিতা- মানসী- পৃষ্ঠা ৫
মানসী
৩
মানসী বেঁচে থাকে মানবের স্মৃতি নিয়ে |
গবেষণার সামান্য কাজ, তাইই করে মন দিয়ে ||
নিজের টাকায় নিজে খায়- এটাই বড় কথা |
আজও অন্তরে কষ্ট দেয় প্রথম প্রেম হারানোর ব্যথা ||
বিয়ে সে করেনি, করবেও না কখনও |
মানব ছাড়া সে কাউকে ভাবেনি এখনও ||
পায়নি অত সফলতা, পায়নি অত মান |
তবু পবিত্রতায় পুজো করে মায়ের এই থান ||
বুদ্ধি বিক্রি না হলে দেশ কোথায় থাকতো |
কেনই বা তারা ছেড়ে যায়- এ কথাও ওকে ভাবতো ||
মানবতো তার ক্ষতি করেনি কোনও |
নিয়ে যেতে চেয়েছিল সাথে, রাজি হয়নি ও ||
তাকে কেন করবে দায়ী, নেই তার কোনও অন্যায় |
নিজের কপালের দোষ অন্যকে কী দেওয়া যায় ||
অতীত ডেকে এনে দুঃখ করে কী লাভ |
মায়ের কোলে বসে ভাত খায়, এটাই দুর্লভ ||
মানবের সে যোগ্য নয়, টক আঙুর ফল |
কলি কালে কোথায় দাঁড়ায় কোথাকার জল ||
বড় হয়েছে সে তার নিজেরই যোগ্যতায় |
আমার ঘর আমি নিজেই ভেঙেছি, বিলাপ করি হায় ||
মায়া দয়া থাকলে প্রাণে বড় হওয়া যায় না |
এ যুগে কারো দিকে কেউ তাকায় কী, কার কীসে গা ||
আমি নিজেরই দোষে নিজে অভাগী |
নির্দোষকে অকারণে কেন বলবো আমি দাগী ||
(চলবে)
৩
মানসী বেঁচে থাকে মানবের স্মৃতি নিয়ে |
গবেষণার সামান্য কাজ, তাইই করে মন দিয়ে ||
নিজের টাকায় নিজে খায়- এটাই বড় কথা |
আজও অন্তরে কষ্ট দেয় প্রথম প্রেম হারানোর ব্যথা ||
বিয়ে সে করেনি, করবেও না কখনও |
মানব ছাড়া সে কাউকে ভাবেনি এখনও ||
পায়নি অত সফলতা, পায়নি অত মান |
তবু পবিত্রতায় পুজো করে মায়ের এই থান ||
বুদ্ধি বিক্রি না হলে দেশ কোথায় থাকতো |
কেনই বা তারা ছেড়ে যায়- এ কথাও ওকে ভাবতো ||
মানবতো তার ক্ষতি করেনি কোনও |
নিয়ে যেতে চেয়েছিল সাথে, রাজি হয়নি ও ||
তাকে কেন করবে দায়ী, নেই তার কোনও অন্যায় |
নিজের কপালের দোষ অন্যকে কী দেওয়া যায় ||
অতীত ডেকে এনে দুঃখ করে কী লাভ |
মায়ের কোলে বসে ভাত খায়, এটাই দুর্লভ ||
মানবের সে যোগ্য নয়, টক আঙুর ফল |
কলি কালে কোথায় দাঁড়ায় কোথাকার জল ||
বড় হয়েছে সে তার নিজেরই যোগ্যতায় |
আমার ঘর আমি নিজেই ভেঙেছি, বিলাপ করি হায় ||
মায়া দয়া থাকলে প্রাণে বড় হওয়া যায় না |
এ যুগে কারো দিকে কেউ তাকায় কী, কার কীসে গা ||
আমি নিজেরই দোষে নিজে অভাগী |
নির্দোষকে অকারণে কেন বলবো আমি দাগী ||
(চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অবিরুদ্ধ মাহমুদ ০৬/১২/২০১৯অসাধারণ
-
নুর হোসেন ০৬/১২/২০১৯দারুন লিখেছেন! চলুক....
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১২/২০১৯চলুক।