www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- মানসী- পৃষ্ঠা ৪

মানসী

কিন্তু এই দেশের নাগরিক হওয়া চাই |
এত খাটাখাটনি পর পোড়া দেশে কেমনে ফিরে যাই ||
আনি মেয়েটা বড়ই ভালো, কথাবার্তায় বুঝি |
ঘর বেঁধে, সন্তান গড়ে, এখানেই আস্তানা খুঁজি ||
ওকে আমি শেখাই কাজ, আমার উপর নির্ভর |
আপত্তি নেই আমার সাথে বাঁধতে নতুন ঘর ||

চোখ দুটো ভারী সুন্দর, কথাও বেশ মিষ্টি |
মানসীকে হঠাৎ ডেকেই যত অনাসৃষ্টি ||
মানুষ নিজের কপাল নিজেই গড়ে |
পিছনে তাকিয়ে সাধ করে কে মরে ||
এবার আমি হয়ে যাবো এই দেশেরই অঙ্গ |
রাজা হয়ে বেড়াবো ঘুরে, হবে না স্বপ্ন ভঙ্গ ||

আনি বুঝে গেল মানবের মন |
প্রয়োজন স্বার্থই বড় নয়, সে আপনার জন ||
মানব বড় হোক সে মন থেকে চায় |
একে ওপরের পাশে থাকবে, অন্তরে স্রোত ধায় ||
মানব ভালো মানুষ, তার স্বাধীন চেতনায় দেবে না হাত |
ভালোবাসার মায়াজালে ব্যর্থ অভিঘাত ||

পাহাড় চূড়ায় রাখলে পা, পৃথিবী পদতলে |
মানবের মাথায় উঁচুতে ওঠার আদিম খেলা খেলে ||
ডেভিড স্যার বলেন, 'ও আমার দেশের উজ্জ্বল নক্ষত্র |
ওর নাম ছড়িয়ে পড়বে হেথায় সর্বত্র' ||
কাজের মানুষের উচিত কাজের দেশে থাকা |
কর্ম সংস্কৃতি যেথায় নেই, সোথায় জীবনটাই ফাঁকা ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast