দীর্ঘ কবিতা- মানসী- পৃষ্ঠা ৩
মানসী
২
মানব দিলো বিদেশ বিভুঁই পাড়ি |
থামে, তবু পিছন তাকায় না সময়ের ঘড়ি ||
নতুন জীবন করবে শুরু, দৃঢ় প্রত্যয় |
বিজ্ঞানই মা বাবা, বিজ্ঞানই দেশ, অন্তর কয় ||
মানসী গেছে মুছে মন থেকে |
ভুল হয়েছিল হঠাতের ঝোঁকে ||
বিদেশ ওকে করলো বরণ, কিনলো মেধা |
ওর আসলকে কিনলো নকল, মনে নেইকো দ্বিধা ||
গবেষণায় দিলো হাত, মাটি হল সোনা |
চিনির স্বাদে হারিয়ে গেল কালাপানির নোনা ||
ডেভিড স্যার বললো তাকে স্নেহে যত্নে |
মার্কিন মুলুক ভরে গেছে ভারতীয় রত্নে ||
যে পরীক্ষায় দেয় হাত, তাতেই ফলায় ফসল |
যে গবেষণাগারে পা রাখে, সেখানেই সফল ||
এ রত্নের মূল্য প্রচুর, কিনতে কী পারা যায় |
মানবের বুকের বাসনা আরো বড় হয় ||
কোথায় এর শুরু, কোথায় শেষ, নেইকো জানা |
আজ বিবেকের থেকে বুদ্ধি বড়, তাই দোষগুণ অজানা ||
তবে ও কাউকে ঠকায়নি, বিক্রি হয়ে গেছে |
নিজের ধান্দায় ঘুরছে ও, নিন্দা করা মিছে ||
ঘরের ওপর ঘর আছে, তার ওপরেও ঘর |
সিঁড়ি বেয়ে ওঠার শেষ নেই, আসুক যতই ঝড় ||
ডেভিড স্যারের হাত বড়, হাঁকডাকও প্রচুর |
অর্থ দেবে, ইনাম দেবে, বদলে দেবে গানের সুর ||
(চলবে)
২
মানব দিলো বিদেশ বিভুঁই পাড়ি |
থামে, তবু পিছন তাকায় না সময়ের ঘড়ি ||
নতুন জীবন করবে শুরু, দৃঢ় প্রত্যয় |
বিজ্ঞানই মা বাবা, বিজ্ঞানই দেশ, অন্তর কয় ||
মানসী গেছে মুছে মন থেকে |
ভুল হয়েছিল হঠাতের ঝোঁকে ||
বিদেশ ওকে করলো বরণ, কিনলো মেধা |
ওর আসলকে কিনলো নকল, মনে নেইকো দ্বিধা ||
গবেষণায় দিলো হাত, মাটি হল সোনা |
চিনির স্বাদে হারিয়ে গেল কালাপানির নোনা ||
ডেভিড স্যার বললো তাকে স্নেহে যত্নে |
মার্কিন মুলুক ভরে গেছে ভারতীয় রত্নে ||
যে পরীক্ষায় দেয় হাত, তাতেই ফলায় ফসল |
যে গবেষণাগারে পা রাখে, সেখানেই সফল ||
এ রত্নের মূল্য প্রচুর, কিনতে কী পারা যায় |
মানবের বুকের বাসনা আরো বড় হয় ||
কোথায় এর শুরু, কোথায় শেষ, নেইকো জানা |
আজ বিবেকের থেকে বুদ্ধি বড়, তাই দোষগুণ অজানা ||
তবে ও কাউকে ঠকায়নি, বিক্রি হয়ে গেছে |
নিজের ধান্দায় ঘুরছে ও, নিন্দা করা মিছে ||
ঘরের ওপর ঘর আছে, তার ওপরেও ঘর |
সিঁড়ি বেয়ে ওঠার শেষ নেই, আসুক যতই ঝড় ||
ডেভিড স্যারের হাত বড়, হাঁকডাকও প্রচুর |
অর্থ দেবে, ইনাম দেবে, বদলে দেবে গানের সুর ||
(চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুর হোসেন ০৪/১২/২০১৯চলুক, ভাল লাগলো।
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১২/২০১৯ভালো।