দীর্ঘ কবিতা- মানসী- পৃষ্ঠা ২
মানসী
তুমি থাকো তোমার ধ্যান জ্ঞান নিয়ে |
তোমার থেকে কোনও অংশে আমি থাকবো না পিছিয়ে ||
আমি বড় হয়ে দেখিয়ে দেবো তোমায় |
দেশের মাটিতে থেকে, আকাশ ছুঁতে, নেইকো ভয় ||
আকাশ ছোঁয়ার অধিকার শুধু একার নয় তোমার |
আমি যদি পিছন তাকাই, তুমি স্বার্থপর ||
বড় হতে চাওয়ায় কীসের অপরাধ |
তুমি সেই ছোট্ট শিশু, কপালে টিপ দিয়ে যাবে চাঁদ ||
আকাশ কুসুম ভাবছো যেথায় মানুষ হাভাতে |
গবেষণাগারে মাছি তাড়াবে, নইলে পড়বে পাতে ||
বিদেশ এগিয়ে আছে অনেক |
কাজ করেও মজা প্রচুর- এখানে গল্পকারের ঠেক ||
অহংকারের কাছে নয়কো মাথা নত |
ভালোবাসার বুকে ঔদাসীন্যের ক্ষত ||
সমান ভাবলেই অন্তরঙ্গ হওয়া যায় |
উঁচু নীচুতে আত্মসম্মান হারানোর ভয় ||
আমি একা লড়বো, একা বাঁচবো, একাই করে খাবো |
তবু তোমার সাথে কখনওই দেশ ছেড়ে না যাবো ||
থাকো তুমি তোমার নিয়ে, যাচ্ছি আমি চলে |
সম্পর্ক আমাদের মরা গাঙের অতল তলে গেছে তলিয়ে ||
যোগাযোগ না রাখলেই এখানে শ্রেয় |
উঁচু নীচু মানতেই হয়, এতে কীসের হেয় ||
তুমি দেশের নেত্রী হয়ে দেশ আগলাও |
আমি এগাই ঝড়ের বেগে, তুমি দেখে যাও ||
(চলবে)
তুমি থাকো তোমার ধ্যান জ্ঞান নিয়ে |
তোমার থেকে কোনও অংশে আমি থাকবো না পিছিয়ে ||
আমি বড় হয়ে দেখিয়ে দেবো তোমায় |
দেশের মাটিতে থেকে, আকাশ ছুঁতে, নেইকো ভয় ||
আকাশ ছোঁয়ার অধিকার শুধু একার নয় তোমার |
আমি যদি পিছন তাকাই, তুমি স্বার্থপর ||
বড় হতে চাওয়ায় কীসের অপরাধ |
তুমি সেই ছোট্ট শিশু, কপালে টিপ দিয়ে যাবে চাঁদ ||
আকাশ কুসুম ভাবছো যেথায় মানুষ হাভাতে |
গবেষণাগারে মাছি তাড়াবে, নইলে পড়বে পাতে ||
বিদেশ এগিয়ে আছে অনেক |
কাজ করেও মজা প্রচুর- এখানে গল্পকারের ঠেক ||
অহংকারের কাছে নয়কো মাথা নত |
ভালোবাসার বুকে ঔদাসীন্যের ক্ষত ||
সমান ভাবলেই অন্তরঙ্গ হওয়া যায় |
উঁচু নীচুতে আত্মসম্মান হারানোর ভয় ||
আমি একা লড়বো, একা বাঁচবো, একাই করে খাবো |
তবু তোমার সাথে কখনওই দেশ ছেড়ে না যাবো ||
থাকো তুমি তোমার নিয়ে, যাচ্ছি আমি চলে |
সম্পর্ক আমাদের মরা গাঙের অতল তলে গেছে তলিয়ে ||
যোগাযোগ না রাখলেই এখানে শ্রেয় |
উঁচু নীচু মানতেই হয়, এতে কীসের হেয় ||
তুমি দেশের নেত্রী হয়ে দেশ আগলাও |
আমি এগাই ঝড়ের বেগে, তুমি দেখে যাও ||
(চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১২/২০১৯ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/১২/২০১৯সুন্দর