www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- অনার কিলিং- পৃষ্ঠা ৫

অনার কিলিং

জমিদারের সাথে প্রজাদের অত বিরোধ নেই, বংশের সাথে বিয়ের যা আছে |
ক্ষমতা তখনই টিকে থাকে, যখন তার ভিতর হিংসা বাঁচে ||
জমিদারবাবুকে শেষ পর্যন্ত আসতে হল থানায় |
'ভগবানও ছাড় পায়না, তুই কোন হরিদাস', আইন জানায় ||
জেরার মুখে বেরিয়ে আসে আসল খুনির নাম |
প্রমাণ না রাখলেও, যুক্তির আছে দাম ||
নিশিকান্ত বাবু বলে ফোনে, 'সুধাকান্ত, যথেষ্ট প্রমাণ আছে আমার হাতে' |
জমিদারবাবু এখন ওরই হেফাজতে ||
নিমাই বলে, 'জমিদার প্রজা পালন করে জানি |
জমিদারকে কে পালন করে শুনি' ||
সুচেতা মূর্ছা গেল জেনে সব কথা |
ছুটে আসে সুধাকান্ত, কলেজ কর্তৃপক্ষের ঘুরছে মাথা ||
প্রেম মানে না কুল |
কিন্তু ভেসে গেল দু কূল ||
ছুঁৎমার্গের ধর্মটাই যত নষ্টের গোড়া ||
কারণ ধর্ম মানুষ গড়ে না- অমানুষের মুখ পোড়া ||

(সমাপ্ত)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast