www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- অনার কিলিং- পৃষ্ঠা ৩

অনার কিলিং



মনোজের বাবা, নিমাই, কেঁদে ফেলে |
ওর মা, সুচেতা, বাস্তব ভোলে ||
কত সুন্দর কবিতা লিখতো ও |
কলম থামালো কে, বাড়া ভাতে ছাই দেয়নি কারো ||
'বেঁচে আছে ও নিজের লেখার মধ্যে', নিমাই কয় |
ওর লেখা ওর সাথে যেন হারিয়ে না যায় ||
মনীষার কথা জানতো ওর পরিবার |
মানা করেছিল, বড় মানুষদের ব্যাপার ||
মনোজ বলতো, 'প্রেমে বড়লোক গরীব হয় না' |
এখন মাশুল গুনতে হচ্ছে ওর পরিবারকে, ভুগতে হচ্ছে অশেষ যাতনা ||
কোনও শত্রু ছিল না ওর, ওর কবিতা সবাই ভালোবাসতো |
বন্ধু থেকে অধ্যাপক ওর কথা কান পেতে শুনতো ||
মনীষা ছিল ওর প্রাণ- এ কথা সকলেরই জানা |
মনীষার মন জুড়ে ছিল ও- উড়ন্ত পাখির দুটি ডানা ||
স্বচ্ছ জল ঘোলা করে নেই কোনও লাভ |
কবিতাকে মানুষ ভালোবাসে, তাই কবির প্রতি নেই কারো ক্ষোভ ||
ডাঃ বল বলে, 'খুনীর সাজা হোক, কলেজেরও মান বাঁচুক' |
সুধাকান্ত বাবু বলে, 'খুনের উদ্দেশ্যটা জানতে আমি অতি উৎসুক' ||
নিমাই বলে, 'মনীষার বাবা নয়তো' |
সুচেতা বলে, 'আমারও সন্দেহ হয়, হতে পারে হয়তো' ||
মনোজের বন্ধুবান্ধবও বড় ব্যথিত, চোখের জল মোছে শিক্ষক মহল |
কিন্তু মনীষাকে কেন মারবে ওর বাবা- এখানেই গন্ডগোল ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast