www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- অনার কিলিং- পৃষ্ঠা ২

অনার কিলিং



কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ, জড়িয়ে আছে কলেজের সম্মান |
কে জানে কোথায় কী যে করে বসে আছে এই দুজন ||
বহুদূর থেকে পুলিশ এনেছে খবর |
কোনও এক ঝিলের ধরে পাওয়া গেছে দুটো কবর ||
পরিচয় পত্রে লেখা কলেজের নাম |
দুটো নিষ্পাপ জীবনকে এভাবে কেন দিতে হল ভালোবাসার দাম ||
নৃশংস ভাবে খুন করে পুঁতে দেওয়া হয়েছে |
কাক পক্ষীতেও টের পায়নি যে মানুষের হৃদয়ে এত পাপ আছে ||
উপাচার্য, ডাঃ বল, শেষ পর্যন্ত খুললেন মুখ |
লাশ সনাক্ত করতে আসছেন বাড়ির লোক, দুঃখে জ্বলছে তাদের বুক ||
ময়না তদন্ত বলছে- পাথর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে মেরুদন্ড |
শেয়াল শকুন হতে পারে, মানুষ কখনোই নয় এত ভন্ড ||
এই সাংঘাতিক ব্যাপার কারো বোঝা দায় |
কোনও প্রমাণ রাখেনি খুনি, এখানেই যত ভয় ||
কে ওদের এত হিংসা করতো |
মনোজ বা মনীষাকে কী আলাদা করে কেউ চাইতো ||
টাকা পয়সা, কানের দুল, গলার হার- কিছুই নেয়নি খুনি |
তাহলে মর্যাদা রক্ষাই কী এর কারণ, সঠিক ভাবে এখনও জানা যায়নি ||
পুলিশকর্তা, সুধাকান্ত বাবু, বলছে তদন্তের কথা |
বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করেই শুরু করা যাক, তাড়াহুড়া নয় অযথা ||
তারপর ডাঃ বল ও সহপাঠীগণের সঙ্গে বসা যাবে |
এলাকার গুন্ডারা যদি এই কাজ করতো, তবে টাকা গহনা কেন পড়ে রবে ||

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast