www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- ধনী গরীব- পৃষ্ঠা ৪

ধনী গরীব

হঠাৎ কেমন যেন সব এলোমেলো হয়ে গেল |
যা কিছু মন্দ বেঁচে রইলো, হারালো সব ভালো |
সহজ নয় জীবন- একথা প্রমাণিত হল |

কাজ নেই বহুদিন |
কাজ চাইতে আসায় মালিক লাথ মেরেছিল সেদিন |
পেটের জ্বালায় জ্বলছিল মধ্যাহ্নের সূর্য সারাদিন |

ঘরে এসে বউকে বললো, 'খিদে লেগেছে'|
'ভাত কী নিয়ে আসবো দেহ বেচে'!
শতেক জ্বালায় হিংসা এল যেচে |

ও স্বপ্নেও ভাবেনি যে এমন হবে!
তাজা রক্তে সিঁদুর ধোবে |
হতবাক প্রাণ থানায় গিয়ে ধরা দেবে |

বাঁচার আর কোনও পথ খোলা নেই |
বাঁচতে চায়না ও, ফাঁসি ওর হবেই |
আবার দেখা হবে একসাথে ওপারের অন্ধকারেই!

জ্বলে গেল পরিবার এক নিমেষে |
পেটের জ্বালা মানুষকে ঢেকে দেয় নেকড়ের বেশে |
পরিস্থিতির চাপে মানুষ কোথা থেকে কোথায় যায় ভেসে |

গরীবের নেই টাকা,
তাই পাপ ঢাকার মুখ নিঃসঙ্গ একা |
বিবেক চোখ মেলে দেয় দেখা |

আইন সহজেই পৌঁছে যায় যেখানে টাকা সহজে পৌঁছায় না |
পুলিশ থেকে সাংবাদিক দেখা করতে ছাড়ে না |
প্রমাণ অপরাধী নিজেই, তাই শাস্তি হারায় না |

কেউ নিজের ইচ্ছায় মানুষ মারে |
কেউ পরিস্থিতির চাপে পড়ে |
কেউ ধরা দেয়, কেউ পালায় জায়গা ছেড়ে |

ভালোবাসার মানুষটা আর নেই |
নেই পেটের জ্বালা মেটাবার মুড়ি খই |
নিজের শেষ নিজেই ডাকবে- বিরোধ কই |

(সমাপ্ত)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast