www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- ধনী গরীব- পৃষ্ঠা ৩

ধনী গরীব

চলে গেল দু দুটো প্রাণ |
পর্দার আড়ালে পড়ে রইলো না বলা কথার আপ্যায়ন |
সংসার বোঝেনা মন, এখানে কেউ নয় কারো আপন |

আবার কী আসবে মা?
আকাশ কিরণ ভেবে পায়না |
চাইনা মা- তাকে চিনলেও মৃত্যু অচেনা!

দিলীপের সম্পত্তি প্রচুর |
ও মদ খেয়ে হয়ে থাকে চুর |
ওর অভাব বোধ করে ছেলে মেয়ে, নিঃসঙ্গতার ঘুরঘুর |

এবার বন্ধ হোক বড়লোকের বড় কবিতা |
বড়দের জীবন কী করবে জেনে জনতা?
মানুষ এক হলেও আলাদা ক্ষমতা!

ক্ষমতা সবার এক- বলে গণতন্ত্র |
কিন্তু টাকা শেখায় অন্য মন্ত্র:
মানুষ টাকারই যন্ত্র |



কেষ্টর এক চোখ কানা |
জীবনে পায়নি কম যাতনা |
এবেলা ভাত জোটে তো ওবেলা জোটে না |

কখনও ও কারও রিক্সা চালায় |
কখনও ঝাড়ু দেয় পাঁচ তলায় |
কখনও বা ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায় রাস্তায় |

কেষ্টর জীবনেও এসেছে ভালোবাসা |
ঘর বেঁধেছে বুকে নিয়ে শতেক আশা |
ভাগ্যের সাথে দুজনে একসাথে খেলেছে পাশা |

টাকার অভাবে হয়নি কোনও ক্ষতি
কারণ ঘরে আছে অন্ধের জ্যোতি-
কারাগারে বন্দি জীবন পেয়েছে মুক্তির সম্মতি |

চাই না অত বড় ঘর |
চাই না চারচাকার মোটর |
অভাবে বাঁচার আনন্দটা নিজের ভিতর!

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast