দীর্ঘ কবিতা- ধনী গরীব- পৃষ্ঠা ২
ধনী গরীব
ময়না তদন্ত বলছে আত্মহত্যা |
পুলিশ বললো, 'খারাপ ছিল ওর মাথা' |
খবর বললো, 'জল ঘোলা করবেন না অযথা' |
দিলীপ বিয়ে করলো আবার |
আকাশ কিরণ বোঝে না বাবার ব্যাপার স্যাপার |
মেনে নিতে হবে বাস্তব, নইলে হতাশা অপার |
নতুন মা প্রিয়া |
মায়ের মতোই বড় হিয়া |
মা না থাকার ব্যথা আনন্দে গেল ভরিয়া |
কেমন হয় বড়লোকের হালচাল!
সাধারণ মানুষ বোঝেনা কাল মহাকাল-
ভগবানের দোলাচাল |
জীবন কিছুটা ফিরলো আপন ছন্দে |
লক্ষ্মী থাকলেই ঘরে সুখ থাকে আনন্দে |
সংসারই সময়, তফাৎ ভালোমন্দে |
এবার একদিন খবর এনে দিল কেহ |
বাথটাবে নিশ্চল প্রিয়ার দেহ |
মানুষ মারা গেলেও টাকা অজেয় |
মুহূর্তে সব হতবাক হয়ে যায় |
নিশার ছবিটা কী যেন বলতে চায়!
ভেঙে পড়ে দিলীপ, আকাশ কিরণ জ্ঞান হারায় |
ময়না তদন্ত বললো অনেক কথা-
প্রিয়া ছিল অন্তঃসত্ত্বা |
মারা যাওয়ার আগে মদও খেয়েছিল অনেকটা |
পুলিশ বললো, 'অসাবধানতা বসত' |
খবর বললো, 'দিলীপ আশাহত' |
দিলীপ বললো, 'এমনটা হবে কে জানতো'!
আকাশ বললো, 'মদ উনি খেতেন না' |
কিরণ বললো, 'আমি আবার হারালাম মা' |
মানুষ জানতে চাইলো, 'ব্যবসায়ীর হৃদয়ে ব্যবসার ঠিকানা' |
(চলবে)
ময়না তদন্ত বলছে আত্মহত্যা |
পুলিশ বললো, 'খারাপ ছিল ওর মাথা' |
খবর বললো, 'জল ঘোলা করবেন না অযথা' |
দিলীপ বিয়ে করলো আবার |
আকাশ কিরণ বোঝে না বাবার ব্যাপার স্যাপার |
মেনে নিতে হবে বাস্তব, নইলে হতাশা অপার |
নতুন মা প্রিয়া |
মায়ের মতোই বড় হিয়া |
মা না থাকার ব্যথা আনন্দে গেল ভরিয়া |
কেমন হয় বড়লোকের হালচাল!
সাধারণ মানুষ বোঝেনা কাল মহাকাল-
ভগবানের দোলাচাল |
জীবন কিছুটা ফিরলো আপন ছন্দে |
লক্ষ্মী থাকলেই ঘরে সুখ থাকে আনন্দে |
সংসারই সময়, তফাৎ ভালোমন্দে |
এবার একদিন খবর এনে দিল কেহ |
বাথটাবে নিশ্চল প্রিয়ার দেহ |
মানুষ মারা গেলেও টাকা অজেয় |
মুহূর্তে সব হতবাক হয়ে যায় |
নিশার ছবিটা কী যেন বলতে চায়!
ভেঙে পড়ে দিলীপ, আকাশ কিরণ জ্ঞান হারায় |
ময়না তদন্ত বললো অনেক কথা-
প্রিয়া ছিল অন্তঃসত্ত্বা |
মারা যাওয়ার আগে মদও খেয়েছিল অনেকটা |
পুলিশ বললো, 'অসাবধানতা বসত' |
খবর বললো, 'দিলীপ আশাহত' |
দিলীপ বললো, 'এমনটা হবে কে জানতো'!
আকাশ বললো, 'মদ উনি খেতেন না' |
কিরণ বললো, 'আমি আবার হারালাম মা' |
মানুষ জানতে চাইলো, 'ব্যবসায়ীর হৃদয়ে ব্যবসার ঠিকানা' |
(চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুর হোসেন ২৪/১১/২০১৯
-
মেহেদি হাসান আবিদ ২৪/১১/২০১৯দারুন
-
আরজু নাসরিন পনি ২৪/১১/২০১৯দারুণ ঘটনা বহুল কবিতা! বেশ ভালো লাগলো।
অব্যহত থাকুক।