www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- ধনী গরীব- পৃষ্ঠা ১

ধনী গরীব



বহু বছর আগের কথা |
টাকার আড়ালে ঢাকা পড়েছিল অব্যক্ত ব্যথা |
কোকেনের নেশা থেকে মৃত্যু- পুলিশ কেন তদন্ত করবে অযথা |

নিশাকে স্বামী ধরিয়েছিল নেশা |
দিলীপ বড় ব্যবসায়ী- ওর পেশা |
ব্যবসার কাজে ব্যবহৃত নিশা কেবল একবার মরেনি, ও মরতো হামেশা |

রোজ মরতো ও-
দিনে দুপুরে, কখনও বা রাতেও |
দিলীপ আড়ালে থাকতো |

বাঁচার নেই পথ |
পুলিশ নেতা- সব দিলীপের কেনা, কেনা আইনের শপথ |
'মানুষ টাকার বশ', নিশার মত |

ছেলে আকাশ, মেয়ে কিরণ |
বুঝতে পারতো না কে পর কে আপন?
গোলক ধাঁধায় হারিয়েছিল মন |

বাঁচতে হবে ছেলে মেয়ের জন্য |
মাতৃ স্নেহে ধরা ধন্য,
যদিও পাপ বন্য |

অতি লোভ ভালো নয় |
এতে চরিত্র নষ্ট হয় |
টাকা যখন মানুষ কেনে, তখনই ভয় |

ব্যবসার গোপন কথা সব,
জানতে পেরেছিল বউ- এটাই ক্ষোভ |
সব জানার পরে নিশা থাকতে পারেনি নীরব |

সরিয়ে ফেলতে হবে কাঁটা |
পথের ধুলোয় যাবে মাথা কাটা |
পথ পরিষ্কার, জীবনটা নয়গো সাদামাটা |

ছেলে মেয়ে মানুষ হয়ে যাবে নিজের মতো |
বাঁচুক ব্যবসা, বাঁচুক সম্মান যত |
নিশা জীবনের সব থেকে বড় ক্ষত |

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast