দীর্ঘ কবিতা- পাচার- পৃষ্ঠা ৪
পাচার
খবরের কাগজের লোক আসে |
অভাগী ভাবে এবার ও মুখ খুলবে |
সবিতা মাসি সাবধান করে দেয়,
'দাদারা ঠিক শোধ তুলবে' |
ও মুখ খুললো ভয় না পেয়ে |
এবার ওর ঠিকানা হবে আরব দেশ |
যাওয়ার পথে মুম্বাই বিমানবন্দরে
পুলিশের হাতে ধরা পড়লো বহু জন্মের অব্যক্ত ক্লেশ!
না, অভাগী আর বাড়ি ফিরবে না-
করবে সমাজ সেবার কাজ |
বাঁচাবে ওর মতোই অভাগী মেয়েদের-
বাঁচার জন্যই লড়াই আজ |
ওর নতুন নাম দেওয়া হল- আশা |
আশা না বাঁচলে জীবনও বাঁচে না |
এবার ও সত্যিই বাঁচতে চায়, তবে নিজের জন্য নয়-
শত শত অভাগীর ওই এখন স্থায়ী ঠিকানা!
(সমাপ্ত)
খবরের কাগজের লোক আসে |
অভাগী ভাবে এবার ও মুখ খুলবে |
সবিতা মাসি সাবধান করে দেয়,
'দাদারা ঠিক শোধ তুলবে' |
ও মুখ খুললো ভয় না পেয়ে |
এবার ওর ঠিকানা হবে আরব দেশ |
যাওয়ার পথে মুম্বাই বিমানবন্দরে
পুলিশের হাতে ধরা পড়লো বহু জন্মের অব্যক্ত ক্লেশ!
না, অভাগী আর বাড়ি ফিরবে না-
করবে সমাজ সেবার কাজ |
বাঁচাবে ওর মতোই অভাগী মেয়েদের-
বাঁচার জন্যই লড়াই আজ |
ওর নতুন নাম দেওয়া হল- আশা |
আশা না বাঁচলে জীবনও বাঁচে না |
এবার ও সত্যিই বাঁচতে চায়, তবে নিজের জন্য নয়-
শত শত অভাগীর ওই এখন স্থায়ী ঠিকানা!
(সমাপ্ত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৫/১১/২০১৯পরার্থে জীবনই সার্থক।
-
পি পি আলী আকবর ২৫/১১/২০১৯ভালো
-
মেহেদি হাসান আবিদ ২৪/১১/২০১৯ভালো লাগলো , অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ২২/১১/২০১৯ভালো।