দীর্ঘ কবিতা- জোড়া খুন- পৃষ্ঠা ৪
জোড়া খুন
বাবুকে ভাড়াটে খুনী হিসেবে ব্যবহার করেছিল জয় |
দাদার বন্দুকে অন্য বন্দুকের গুলি ভরে, যাতে কারো সন্দেহ না হয় ||
জয়ের বিরুদ্ধে তাই ছিল না কোনও প্রমাণ |
কিন্তু বাবুকে কেন মরতে হল, খুন করে খুন হল, এটাই কী প্রতিদান ||
দু লাখ টাকা পেয়ে বাবুর মন ভরেনি সহজে |
দেব বাবুর সম্পত্তির আধা মালিকানা ও চেয়েছিল চোখকান বুজে ||
ভয় দেখাতো জয়কে- পুলিশকে সব বলে দেবে |
জয় শপথ করে- ও এর প্রতিশোধ নেবে ||
বাবুকে ভরপেট মদ খাইয়ে ঠেকের সেই ছেলে ঠেলে ফেলে দেয় রাস্তায় |
জয়ের গাড়ির চাকা তিনবার ধাক্কা মারে বাবুর মাথায় ||
ভেবেছিল এই পাপটাও আগেরটার মতো পড়ে যাবে চাপা |
পাপ কারো বাপকে রেহাই দেয় না, আইন পাগলা ক্ষ্যাপা ||
রাগে গর্জে ওঠে বাদল |
'জয়কে আমি ধরবোই, অটুট আমার মনোবল ||
কোন ঘাটের জল কে খাবে |
কার পাপের সাজা কে পাবে ||
বাবুর ভাইকে পুলিশ সন্দেহ করেছিল প্রথমে |
শেষে ভাইই ভাইকে মারলো, টানাটানি নয়গো মানুষে যমে ||
সেই ছেলের নাম আপনারা জানতে কী চান |
ঘরে বলে 'খৈনি', পাড়ায় 'সিগারেট' আর ঠেকে 'মদ্যপান' ||
(সমাপ্ত)
বাবুকে ভাড়াটে খুনী হিসেবে ব্যবহার করেছিল জয় |
দাদার বন্দুকে অন্য বন্দুকের গুলি ভরে, যাতে কারো সন্দেহ না হয় ||
জয়ের বিরুদ্ধে তাই ছিল না কোনও প্রমাণ |
কিন্তু বাবুকে কেন মরতে হল, খুন করে খুন হল, এটাই কী প্রতিদান ||
দু লাখ টাকা পেয়ে বাবুর মন ভরেনি সহজে |
দেব বাবুর সম্পত্তির আধা মালিকানা ও চেয়েছিল চোখকান বুজে ||
ভয় দেখাতো জয়কে- পুলিশকে সব বলে দেবে |
জয় শপথ করে- ও এর প্রতিশোধ নেবে ||
বাবুকে ভরপেট মদ খাইয়ে ঠেকের সেই ছেলে ঠেলে ফেলে দেয় রাস্তায় |
জয়ের গাড়ির চাকা তিনবার ধাক্কা মারে বাবুর মাথায় ||
ভেবেছিল এই পাপটাও আগেরটার মতো পড়ে যাবে চাপা |
পাপ কারো বাপকে রেহাই দেয় না, আইন পাগলা ক্ষ্যাপা ||
রাগে গর্জে ওঠে বাদল |
'জয়কে আমি ধরবোই, অটুট আমার মনোবল ||
কোন ঘাটের জল কে খাবে |
কার পাপের সাজা কে পাবে ||
বাবুর ভাইকে পুলিশ সন্দেহ করেছিল প্রথমে |
শেষে ভাইই ভাইকে মারলো, টানাটানি নয়গো মানুষে যমে ||
সেই ছেলের নাম আপনারা জানতে কী চান |
ঘরে বলে 'খৈনি', পাড়ায় 'সিগারেট' আর ঠেকে 'মদ্যপান' ||
(সমাপ্ত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুর হোসেন ১৮/১১/২০১৯ভাল লাগলো, আরও দীর্ঘ কবিতা লিখুন।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/১১/২০১৯ভালো।