দীর্ঘ কবিতা- জোড়া খুন- পৃষ্ঠা ৩
জোড়া খুন
জেলা হাসপাতালের সামনে দেব বাবু কী করছিল সেদিন।
মুমূর্ষু পিতাকে শেষ দেখা দেখতে এসেছিল সেই দীনহীন।।
দীনেশ দিবালোকের মতো খুলে বলে সব।
জয়কে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, জয়ের ক্ষোভ।।
সে চলে গেছে অসৎ পথে।
মেয়ে মদে পয়সা ওড়ায়, পরিবারের সাথে অমিল মতে।।
পিতাই পুত্রকে করেছে ত্যাজ্য।
জয়ের অন্যায় কারো হয়নি সহ্য।।
দীনেশ বলে, 'দেব পরিবারের ভালো আমি চেয়েছি সারা জীবন'।
জয়কে ওনার সন্দেহ হয়, ওর ভিতরেই লুকিয়ে আছে শয়তানের মন।।
তাহলে জয় এখন কোথায়।
বাংলাদেশে চলে গেছে- ওখানেই সুখে শান্তিতে করে খায়।।
জয়ই তাহলে চোরাবালি, মরীচিকার থেকেও ভয়ঙ্কর।
বাংলাদেশে যাবেন বাদল, প্রয়োজনে করবেন সাগর পার।।
কিন্তু জয়ের সাথে বাবুর যোগাযোগ হল কীভাবে।
ফোন কল দেখলেই সবকিছু বোঝা যাবে।।
জয় ও বাবু একই একটা নম্বরে বারবার করতো যোগাযোগ।
এইবার হাতে আসবে গুপ্তধন- কে অভিযুক্ত আর কার অভিযোগ।।
কে এই মহামানব- জানতে চায় পুলিশ।
ঝড় বাদল ভয়ঙ্কর, কিন্তু এতো ফুরফুরে হওয়াতে মেশানো সাপের বিষ।।
৩
এই সেই ছেলে, যার সাথে ঠেকে কথা বলেছিল বাদল।
কোথায় গিয়ে দাঁড়ালো কোথাকার জল।।
জেলের ভিতর পুরে, দেওয়া হল বেদম মার।
বরফ গলা জলের মতো হয়ে গেল সব পরিষ্কার।।
(চলবে)
জেলা হাসপাতালের সামনে দেব বাবু কী করছিল সেদিন।
মুমূর্ষু পিতাকে শেষ দেখা দেখতে এসেছিল সেই দীনহীন।।
দীনেশ দিবালোকের মতো খুলে বলে সব।
জয়কে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, জয়ের ক্ষোভ।।
সে চলে গেছে অসৎ পথে।
মেয়ে মদে পয়সা ওড়ায়, পরিবারের সাথে অমিল মতে।।
পিতাই পুত্রকে করেছে ত্যাজ্য।
জয়ের অন্যায় কারো হয়নি সহ্য।।
দীনেশ বলে, 'দেব পরিবারের ভালো আমি চেয়েছি সারা জীবন'।
জয়কে ওনার সন্দেহ হয়, ওর ভিতরেই লুকিয়ে আছে শয়তানের মন।।
তাহলে জয় এখন কোথায়।
বাংলাদেশে চলে গেছে- ওখানেই সুখে শান্তিতে করে খায়।।
জয়ই তাহলে চোরাবালি, মরীচিকার থেকেও ভয়ঙ্কর।
বাংলাদেশে যাবেন বাদল, প্রয়োজনে করবেন সাগর পার।।
কিন্তু জয়ের সাথে বাবুর যোগাযোগ হল কীভাবে।
ফোন কল দেখলেই সবকিছু বোঝা যাবে।।
জয় ও বাবু একই একটা নম্বরে বারবার করতো যোগাযোগ।
এইবার হাতে আসবে গুপ্তধন- কে অভিযুক্ত আর কার অভিযোগ।।
কে এই মহামানব- জানতে চায় পুলিশ।
ঝড় বাদল ভয়ঙ্কর, কিন্তু এতো ফুরফুরে হওয়াতে মেশানো সাপের বিষ।।
৩
এই সেই ছেলে, যার সাথে ঠেকে কথা বলেছিল বাদল।
কোথায় গিয়ে দাঁড়ালো কোথাকার জল।।
জেলের ভিতর পুরে, দেওয়া হল বেদম মার।
বরফ গলা জলের মতো হয়ে গেল সব পরিষ্কার।।
(চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৫/১১/২০১৯গল্পময় কবিতা ভালো লাগছে।
-
পি পি আলী আকবর ১৮/১১/২০১৯বেশ
-
সাইয়িদ রফিকুল হক ১৭/১১/২০১৯বেশ!
-
নুর হোসেন ১৭/১১/২০১৯বেপরোয়া এক কষ্ট বিলাসী মানুষের কথা ফুটে তুলেছেন কাব্যে,
ভাল লাগলো, চলতে থাকুক।