দীর্ঘ কবিতা- নিখোঁজ- পৃষ্ঠা ৫
নিখোঁজ
জগত চিৎকার করে, 'হ্যাঁ, আমি আমি আমি'।
সত্য দেয়নি ওর উপকারের দামই।।
গাড়ির অংশগুলো চুরি করে বেঁচে দিত।
'তোর গাড়িতে যে উঠবে, তাকে আমি লুটে নেবো', ও বলতো।।
জগতও যেন লুটতে শেখে এভাবে।
নতুন গাড়িটা খারাপ হওয়ায় মালিক চেপে ধরে জগতের গলা নির্দয় ভাবে।।
সত্য মদ খেতে ভালোবাসতো খুব।
ঠেলে মদ খাইয়ে মাথায় মারলেই মুছে যাবে যত ক্ষোভ।।
ম্যানহোলই সঠিক জায়গা।
জগত নিশ্চিত- মরেছে অভাগা।।
সত্যের হুমকি শুনে জগতের থানায় আসা উচিত ছিল।
একটা পাপকে ঢাকতে ও আরেকটা পাপ করে বসলো।।
এবার আইন ওকে গিলে খাবে।
সত্যের থেকে বড় আসামী রূপে চিহ্নিত হবে।।
প্রথমেই অভয়ের থানায় ডায়েরি করা উচিত ছিল জগতের কথা না শুনে।
মিতা ভুল বকে, 'সত্য কাঠ কাটতে গেছে বৃন্দাবনে'।।
(সমাপ্ত)
জগত চিৎকার করে, 'হ্যাঁ, আমি আমি আমি'।
সত্য দেয়নি ওর উপকারের দামই।।
গাড়ির অংশগুলো চুরি করে বেঁচে দিত।
'তোর গাড়িতে যে উঠবে, তাকে আমি লুটে নেবো', ও বলতো।।
জগতও যেন লুটতে শেখে এভাবে।
নতুন গাড়িটা খারাপ হওয়ায় মালিক চেপে ধরে জগতের গলা নির্দয় ভাবে।।
সত্য মদ খেতে ভালোবাসতো খুব।
ঠেলে মদ খাইয়ে মাথায় মারলেই মুছে যাবে যত ক্ষোভ।।
ম্যানহোলই সঠিক জায়গা।
জগত নিশ্চিত- মরেছে অভাগা।।
সত্যের হুমকি শুনে জগতের থানায় আসা উচিত ছিল।
একটা পাপকে ঢাকতে ও আরেকটা পাপ করে বসলো।।
এবার আইন ওকে গিলে খাবে।
সত্যের থেকে বড় আসামী রূপে চিহ্নিত হবে।।
প্রথমেই অভয়ের থানায় ডায়েরি করা উচিত ছিল জগতের কথা না শুনে।
মিতা ভুল বকে, 'সত্য কাঠ কাটতে গেছে বৃন্দাবনে'।।
(সমাপ্ত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৪/১১/২০১৯ভালো।
-
হুসাইন দিলাওয়ার ১৪/১১/২০১৯চমৎকার !