দীর্ঘ কবিতা- নিখোঁজ- পৃষ্ঠা ৪
নিখোঁজ
নাগপুর জেলে আছে অনেক সত্য- একথা সত্য।
নেই ছোট ভাই, যাকে ছাড়া অভয় হারায় বাঁচার অধিকার ও অর্থ।।
তাহলে কী পুলিশ গুলি করে পুঁতে দিলো পাঁকে।
নাকি ও পালিয়ে গেল, হারিয়ে গেল কোনও অজানা বাঁকে।।
ভূষণ বাবু লুকিয়েছে কিছু বোধহয়।
জগতকেও অভয়ের সন্দেহ হয়।।
সত্য মনে হয় হারিয়ে যাওয়ার করছে নাটক।
চোখে ধুলো দিয়ে বড় দলের সাথে পালিয়েছে কটক।।
জগত বলে, 'পুলিশই সত্যকে দিয়েছে সরিয়ে'।
ভূষণ বলে, 'ডাইরি কর, ঠিক খুঁজে বার করবো দায়িত্ব নিয়ে'।।
ছয় মাস কেটে গেল এভাবেই।
অভয়ের বুকে স্পন্দন নেই, মিতার দু চোখ শুকনো- অথৈ জলে কেউ পায় না খেই।।
৪
রাস্তা মেরামতের কাজ ছিল, ম্যানহোলের মুখ খোলা হল তাই।
বিকট গন্ধে চারদিকের মানুষ ঢাকলো নাক, পচা লাশ সন্দেহ নাই।।
পুলিশ উদ্ধার করলো এসে।
গলে যাওয়া দেহের ময়না তদন্ত হয় না কোনও দেশে।।
জামা কাপড়গুলো ধুয়ে সাফ রাখতে হবে।
সনাক্ত করতে ওগুলোই কাজে দেবে।।
অভয় কেঁদে ফেলে ভূষণরে সামনে।
সত্যকে ও ওই জামাটা দিয়েছিল গতবারের জন্মদিনে।।
'জগতকে তুলে নিয়ে আয়', ভূষণ কয়।
জেরা করলেই আসল সত্য জানা যায়।।
(চলবে)
নাগপুর জেলে আছে অনেক সত্য- একথা সত্য।
নেই ছোট ভাই, যাকে ছাড়া অভয় হারায় বাঁচার অধিকার ও অর্থ।।
তাহলে কী পুলিশ গুলি করে পুঁতে দিলো পাঁকে।
নাকি ও পালিয়ে গেল, হারিয়ে গেল কোনও অজানা বাঁকে।।
ভূষণ বাবু লুকিয়েছে কিছু বোধহয়।
জগতকেও অভয়ের সন্দেহ হয়।।
সত্য মনে হয় হারিয়ে যাওয়ার করছে নাটক।
চোখে ধুলো দিয়ে বড় দলের সাথে পালিয়েছে কটক।।
জগত বলে, 'পুলিশই সত্যকে দিয়েছে সরিয়ে'।
ভূষণ বলে, 'ডাইরি কর, ঠিক খুঁজে বার করবো দায়িত্ব নিয়ে'।।
ছয় মাস কেটে গেল এভাবেই।
অভয়ের বুকে স্পন্দন নেই, মিতার দু চোখ শুকনো- অথৈ জলে কেউ পায় না খেই।।
৪
রাস্তা মেরামতের কাজ ছিল, ম্যানহোলের মুখ খোলা হল তাই।
বিকট গন্ধে চারদিকের মানুষ ঢাকলো নাক, পচা লাশ সন্দেহ নাই।।
পুলিশ উদ্ধার করলো এসে।
গলে যাওয়া দেহের ময়না তদন্ত হয় না কোনও দেশে।।
জামা কাপড়গুলো ধুয়ে সাফ রাখতে হবে।
সনাক্ত করতে ওগুলোই কাজে দেবে।।
অভয় কেঁদে ফেলে ভূষণরে সামনে।
সত্যকে ও ওই জামাটা দিয়েছিল গতবারের জন্মদিনে।।
'জগতকে তুলে নিয়ে আয়', ভূষণ কয়।
জেরা করলেই আসল সত্য জানা যায়।।
(চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ১৪/১১/২০১৯অসাধারণ প্রকাশ
-
অমরাবতী বসু ১৪/১১/২০১৯ভালো
-
সাইয়িদ রফিকুল হক ১৩/১১/২০১৯ভালো।