দীর্ঘ কবিতা- নিখোঁজ- পৃষ্ঠা ৩
নিখোঁজ
কাকে কেন খুন করলো ও।
কেউ জানে না নিরুদ্দেশ হয়ে যাওয়া জীবনের অস্তিত্ব হারানো।।
চুরি থেকে খুন, মিতা শুনে অজ্ঞান।
অভয় লোকালয়ের ভিতর দেখে শতাব্দীর শেষ মহাশ্মশান।।
জগত বলে, 'আমি ভয়ে পালিয়ে গেছিলাম দাদা'।
জানোয়ারটার ফাঁসি হোক- কালোর কালিমা গ্রাস করেছে স্নিগ্ধ সাদা।।
মিতা বলে, 'ও কারোকে খুন করতে পারে না, আমার বিশ্বাস'।
অভয়ের মতামত, 'বাতাসে দূষণ, বন্ধ শ্বাস'।।
সকলে ভেবেছিল ও ভালো পথে এসেছে ফিরে।
কিন্তু রহস্যময় জীবন সদা খেলছে ওকে ঘিরে।।
কী মুখ নিয়ে দাদা যাবে থানার বড়বাবুর কাছে।
মনটা সমুদ্রের ঢেউ-এর মতো, উঠছে নামছে- সত্য নিখোঁজ দু মাস কেটে গেছে।।
৩
ভূষণ বলে, 'এই এলাকায় খুন হয়নি, আমরা ধরিনি ওকে'।
তাহলে ও অন্য কোনও থানার বড়বাবুর পড়েছে কোপে।।
জগত বলে, 'হয়তো পালতে গিয়েছিল, পুলিশ দিয়েছে মেরে'।
অভয় হাল ছাড়ার পাত্র নয়, শান্ত বাতাস চঞ্চল নয় প্রবল ঝড়ে।।
এ থানা থেকে ও থানা- খোঁজ শুরু করে সে।
কিন্তু স্বর্গ মর্ত পাতাল- কোথাও খুঁজে পায়না সত্যকে।।
জগত হদিস দেয়, নাগপুরে আছে কেন্দ্রীয় কারাগার।
সত্য ওখানেই আছে, ওর বিশ্বাস অপার।।
মালিকের কাছ থেকে কদিনের ছুটি নিয়ে অভয় জমায় পাড়ি।
খুঁজে বার করবে তাকে, জানবে কেন করলো খুন এই বিপথগামী অন্যায়কারী।।
(চলবে)
কাকে কেন খুন করলো ও।
কেউ জানে না নিরুদ্দেশ হয়ে যাওয়া জীবনের অস্তিত্ব হারানো।।
চুরি থেকে খুন, মিতা শুনে অজ্ঞান।
অভয় লোকালয়ের ভিতর দেখে শতাব্দীর শেষ মহাশ্মশান।।
জগত বলে, 'আমি ভয়ে পালিয়ে গেছিলাম দাদা'।
জানোয়ারটার ফাঁসি হোক- কালোর কালিমা গ্রাস করেছে স্নিগ্ধ সাদা।।
মিতা বলে, 'ও কারোকে খুন করতে পারে না, আমার বিশ্বাস'।
অভয়ের মতামত, 'বাতাসে দূষণ, বন্ধ শ্বাস'।।
সকলে ভেবেছিল ও ভালো পথে এসেছে ফিরে।
কিন্তু রহস্যময় জীবন সদা খেলছে ওকে ঘিরে।।
কী মুখ নিয়ে দাদা যাবে থানার বড়বাবুর কাছে।
মনটা সমুদ্রের ঢেউ-এর মতো, উঠছে নামছে- সত্য নিখোঁজ দু মাস কেটে গেছে।।
৩
ভূষণ বলে, 'এই এলাকায় খুন হয়নি, আমরা ধরিনি ওকে'।
তাহলে ও অন্য কোনও থানার বড়বাবুর পড়েছে কোপে।।
জগত বলে, 'হয়তো পালতে গিয়েছিল, পুলিশ দিয়েছে মেরে'।
অভয় হাল ছাড়ার পাত্র নয়, শান্ত বাতাস চঞ্চল নয় প্রবল ঝড়ে।।
এ থানা থেকে ও থানা- খোঁজ শুরু করে সে।
কিন্তু স্বর্গ মর্ত পাতাল- কোথাও খুঁজে পায়না সত্যকে।।
জগত হদিস দেয়, নাগপুরে আছে কেন্দ্রীয় কারাগার।
সত্য ওখানেই আছে, ওর বিশ্বাস অপার।।
মালিকের কাছ থেকে কদিনের ছুটি নিয়ে অভয় জমায় পাড়ি।
খুঁজে বার করবে তাকে, জানবে কেন করলো খুন এই বিপথগামী অন্যায়কারী।।
(চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/১১/২০১৯বেশ লাগলো।
-
অমরাবতী বসু ১২/১১/২০১৯ভালো