www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীর্ঘ কবিতা- নিখোঁজ- পৃষ্ঠা ২

নিখোঁজ

কুকুরের লেজ কোনও দিনও সোজা হয় না, তবুও চেষ্টার শেষ রাখেনি বড় দাদা।
ড্রাইভারের (চালক) কাজ করে খাক সত্য, ঘরে থাক সম্মান মর্যাদা।।
ও কথা দিয়েছে আর চুরি করবে না।
অভয় মিতা ও জগতের মুখে প্রশান্তির হাসি আর ধরে না।।
অভয়ের স্নেহ জিতেছে, মিতার মমতা এনেছে পরিবর্তন।
জগতের উপকার ওরা ভুলবে না, দেখবে সত্যের বিবর্তন।।



ঠিকঠাকই চলছিল, হঠাৎ কেমন যেন সব এলোমেলো হয়ে গেল।
সত্য ফিরে এল না কাজ থেকে- শান্ত বাতাসে ঝড় উঠল।।
অভয় বলে, 'আবার কিছু করল না তো'।
রাতের ঘুম হারিয়ে গেল পাচার হওয়া মেয়ের মতো।।
চিন্তার শেষ নেই, শুরু হল খোঁজ খবর।
মিতা বলে, 'আমরা নিজেরাই খুঁড়ছি নিজেদের কবর'।।
কিন্তু সেদিন রাতে সত্যের কোনও ডিউটি ছিল না।
গাড়ির মালিক জানায় সব, যখন অভয় জানতে চায় সত্যের ঠিকানা।।
জগতই একমাত্র দিতে পারে সঠিক জবাব।
আর ভালো লাগছে না- শান্ত জীবনে সুখের অভাব।।
জগত মুখ খোলে, 'সত্যকে পুলিশ ধরে নিয়ে গেছে আবার'।
তবে এবার চুরি নয়, খুন করে জমা জলে এনেছে জোয়ার।।
সব শুনে অভয় মাথা ঘুরে পড়ে যাচ্ছিল রাস্তায়।
জগত ধরে ফেলে হাত, জলের বোতলটা বাড়িয়ে দেয়।।
থানায় খোঁজ নেওয়ার পরামর্শ দেয় জগত।
জীবনের প্রতিটা মুহূর্ত এখন মৃতবৎ।।

(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast