দীর্ঘ কবিতা- কাঁটা- পৃষ্ঠা ৬
কাঁটা
৪
পেটে দুইবার পদাঘাত করতেই ভাড়াটে খুনি বলে দিলো সব।
সেন মশাই বললেন, 'শয়তান দেব, তুই কেন এখনও নীরব'।।
সরিয়ে দিয়েছে ও পথের কাঁটা, পরিষ্কার এখন ওর আর নেহার পথ।
'নেহা তোর ফাঁসি চায়', নাগবাবুর মত।।
হ্যাঁ, কাঁটা ও সরিয়েছে- অতুলকে নয়, ওর আর ফাঁসির মাঝখানে।
জল খাবে বলে এসেছিল নদীর পাড়ে, ভেসে গেল সত্যের বানে।।
প্রেম ফুলের মতো সুন্দর, আবার চোরাবালির মতো ভয়ঙ্কর।
চাওয়া পাওয়ার চক্করে বহু জীবন দেখেছে মরুভূমির হাহাকার।।
(সমাপ্ত)
৪
পেটে দুইবার পদাঘাত করতেই ভাড়াটে খুনি বলে দিলো সব।
সেন মশাই বললেন, 'শয়তান দেব, তুই কেন এখনও নীরব'।।
সরিয়ে দিয়েছে ও পথের কাঁটা, পরিষ্কার এখন ওর আর নেহার পথ।
'নেহা তোর ফাঁসি চায়', নাগবাবুর মত।।
হ্যাঁ, কাঁটা ও সরিয়েছে- অতুলকে নয়, ওর আর ফাঁসির মাঝখানে।
জল খাবে বলে এসেছিল নদীর পাড়ে, ভেসে গেল সত্যের বানে।।
প্রেম ফুলের মতো সুন্দর, আবার চোরাবালির মতো ভয়ঙ্কর।
চাওয়া পাওয়ার চক্করে বহু জীবন দেখেছে মরুভূমির হাহাকার।।
(সমাপ্ত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৯/১১/২০১৯দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১১/২০১৯ভালো।
-
হাসান ইবনে নজরুল ০৯/১১/২০১৯পাপের সাজা!
সত্য উন্মোচন! দীর্ঘ কবিতাটি ভাল লেগেছে। আরো সময় নিয়ে কবিতাটি লিখলে আরো মোহনীয় হত আমার মনে হয়। শুভ কামনা আপনার জন্য।