দীর্ঘ কবিতা-কাঁটা-পৃষ্ঠা ১
কাঁটা
১
হাওয়ায় মিশেছিল বারুদ, বৃষ্টির জলে নেশা।
চাকরি পাওয়ার আনন্দে চার বন্ধুর পানশালায় আসা।।
অতুল, প্লাবন, সুজিত ও দীপক- ছোটবেলার বন্ধু।
সম্পর্ক গভীর, সহানুভূতি এক সিন্ধু।।
অতুলের হিসেব করে চলা স্বভাব, এলোমেলোয় ভয়।
আর তিন জন ঠাট্টা করে, 'জীবনটা অঙ্ক নয়'।।
পুরোনো হিন্দি ছবির মতো অতুল নেহার ভালোবাসা।
চাকরি পেয়েছে, এবার বিয়ে হবে, এটাই আশা।।
আশীর্বাদ হয়ে গেছে বহুদিন আগে।
অপেক্ষা করছিল নেহা যেমন রাত্রে প্রহরী জাগে।।
দীপক মজা করে বলে, 'সবকিছু উল্টে যায় যদি একটা ঝড়ে'।
অতুল কয়, 'হিসেবী মানুষের ছাউনি থাকে ঘরে'।।
সবাই অতুলের ভালো চায়, অতুলও ভাবে সবার জন্য।
বন্ধুত্ব অমর হোক, ভালোবাসার আবেগে ধরা ধন্য।।
আনন্দের দিনেও দুঃখ মারে উঁকি।
ছিদ্র পেলেই ঘরে বিষধর যায় ঢুকি।।
হিসেবী অতুলের জীবন লেখা হল বেহিসেবীর খাতায়।
গাড়ি করে ফেরার সময় গুলি লাগলো মাথায়।।
বাকিদের অক্ষত রেখে চম্পট দেয় দুষ্কৃতী।
নিছক দুর্ঘটনা নয়, বলছে ঘটনার প্রকৃতি।।
পুলিশেরও তাই মত, পুলিশের মনে সন্দেহ।
অতুলের মতো ভালো ছেলের শত্রু হতে পারে নাকি কেহ।।
(চলবে)
১
হাওয়ায় মিশেছিল বারুদ, বৃষ্টির জলে নেশা।
চাকরি পাওয়ার আনন্দে চার বন্ধুর পানশালায় আসা।।
অতুল, প্লাবন, সুজিত ও দীপক- ছোটবেলার বন্ধু।
সম্পর্ক গভীর, সহানুভূতি এক সিন্ধু।।
অতুলের হিসেব করে চলা স্বভাব, এলোমেলোয় ভয়।
আর তিন জন ঠাট্টা করে, 'জীবনটা অঙ্ক নয়'।।
পুরোনো হিন্দি ছবির মতো অতুল নেহার ভালোবাসা।
চাকরি পেয়েছে, এবার বিয়ে হবে, এটাই আশা।।
আশীর্বাদ হয়ে গেছে বহুদিন আগে।
অপেক্ষা করছিল নেহা যেমন রাত্রে প্রহরী জাগে।।
দীপক মজা করে বলে, 'সবকিছু উল্টে যায় যদি একটা ঝড়ে'।
অতুল কয়, 'হিসেবী মানুষের ছাউনি থাকে ঘরে'।।
সবাই অতুলের ভালো চায়, অতুলও ভাবে সবার জন্য।
বন্ধুত্ব অমর হোক, ভালোবাসার আবেগে ধরা ধন্য।।
আনন্দের দিনেও দুঃখ মারে উঁকি।
ছিদ্র পেলেই ঘরে বিষধর যায় ঢুকি।।
হিসেবী অতুলের জীবন লেখা হল বেহিসেবীর খাতায়।
গাড়ি করে ফেরার সময় গুলি লাগলো মাথায়।।
বাকিদের অক্ষত রেখে চম্পট দেয় দুষ্কৃতী।
নিছক দুর্ঘটনা নয়, বলছে ঘটনার প্রকৃতি।।
পুলিশেরও তাই মত, পুলিশের মনে সন্দেহ।
অতুলের মতো ভালো ছেলের শত্রু হতে পারে নাকি কেহ।।
(চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান ইবনে নজরুল ০৮/১১/২০১৯ঘটনা প্রবাহের কাব্যের মাধ্যমে প্রকাশ। খুবই ভাল। শুভ কামনা কবির জন্য