জীবনটা হোলি নয়
রঙের বহু রং | এক একটা রং এক একটা শব্দের প্রতীক | লাল মানে শক্তি, গোলাপি মানে ভালোবাসা, নীল মানে কামনা, হলুদ মানে বিরহ, সবুজ মানে তারুণ্য, আরো কত কিছু | এই হোলির দিনেই জীবন কত রঙে রাঙিয়ে যায় |
কিন্তু যদি ভালোভাবে দেখি তাহলে বুঝতে পারবো যে জীবনের মাত্র দুটি রং- কালো ও সাদা | কালো মানে এখানে নিজের ভিতর নিজেকে হারানো অর্থাৎ হতাশা বোঝায় | সাদা মানে যখন সেই হতাশার ভিতর মানুষ খুঁজে পায় বাঁচার অনাবিল আনন্দ- সাদা কাগজে লিখে দেয় কালো কালি দিয়ে: শত হতাশার মধ্যেও বাঁচার আশা জাগাও | কালো রঙে কোনও রং নেই অর্থাৎ জীবন বর্ণহীন | জীবন হারিয়েছে সব রং | আর সাদা মানে সব রং মিশে একাকার- একটাকে আর একটার থেকে আলাদা করে দেখার উপায় নেই | জীবনের সব দিক মিশে গেছে শত হতাশার মধ্যেও |
হোলির আনন্দ এক দিনের | সেদিন আমরা জীবনের সব রং দেখে নিই একবারে | পরে হয়তো এই সুযোগ আর মেলে না | বুঝি না যে কোন রংটা আমাদের গা থেকে উঠবে না শত সাবান মাখলেও | ওই একদিনের আনন্দটা মাটি হয়ে যায় যখন আমরা প্রতিদিনের জীবনে প্রবেশ করি | যার হাত পাতার সে হাত পাতে, যার খেটে খাওয়ার সে খেটে খায়, যার আরাম করার সে আরাম করে আর যার হাতটানের স্বভাব সে পকেট কাটে | কারো সুখ আছে, কারো সুখ নেই | কারো প্রেম আছে, কারো প্রেম নেই | কেউ কাছের বন্ধু, কেউ হারিয়ে গেছে দূরে | কেউ জয়ী, কেউ হেরো-বাগবাজারের মেড়ো | কিন্তু যদি আমি খতিয়ে দেখি তাহলে জানবো যে প্রতিদিন কোনও না কোনও দুঃখ প্রত্যেক মানুষকে তাড়া করে বেড়ায় | তার মধ্যেও মানুষ মুখের হাসি হাসে, সঠিক ভাবে বলতে গেলে মুখে হাসি সাজিয়ে রাখে | ঘুরে ফিরে সেই সাদা কালো ব্যাপার |
আমি পালে পড়ে হোলি খেলেছি কয়েকবার | কিন্তু মন থেকে খেলিনি | গোলাপি আবির মাখিয়েছি সকলকে, তবুও জীবনে প্রেম আসেনি | তাই রঙে আমার বিশ্বাস নেই, চলায় বিশ্বাস | উৎসব জীবনের অঙ্গ জানি কিন্তু জীবনটা উৎসব নয়, রূঢ় বাস্তব |
কিন্তু যদি ভালোভাবে দেখি তাহলে বুঝতে পারবো যে জীবনের মাত্র দুটি রং- কালো ও সাদা | কালো মানে এখানে নিজের ভিতর নিজেকে হারানো অর্থাৎ হতাশা বোঝায় | সাদা মানে যখন সেই হতাশার ভিতর মানুষ খুঁজে পায় বাঁচার অনাবিল আনন্দ- সাদা কাগজে লিখে দেয় কালো কালি দিয়ে: শত হতাশার মধ্যেও বাঁচার আশা জাগাও | কালো রঙে কোনও রং নেই অর্থাৎ জীবন বর্ণহীন | জীবন হারিয়েছে সব রং | আর সাদা মানে সব রং মিশে একাকার- একটাকে আর একটার থেকে আলাদা করে দেখার উপায় নেই | জীবনের সব দিক মিশে গেছে শত হতাশার মধ্যেও |
হোলির আনন্দ এক দিনের | সেদিন আমরা জীবনের সব রং দেখে নিই একবারে | পরে হয়তো এই সুযোগ আর মেলে না | বুঝি না যে কোন রংটা আমাদের গা থেকে উঠবে না শত সাবান মাখলেও | ওই একদিনের আনন্দটা মাটি হয়ে যায় যখন আমরা প্রতিদিনের জীবনে প্রবেশ করি | যার হাত পাতার সে হাত পাতে, যার খেটে খাওয়ার সে খেটে খায়, যার আরাম করার সে আরাম করে আর যার হাতটানের স্বভাব সে পকেট কাটে | কারো সুখ আছে, কারো সুখ নেই | কারো প্রেম আছে, কারো প্রেম নেই | কেউ কাছের বন্ধু, কেউ হারিয়ে গেছে দূরে | কেউ জয়ী, কেউ হেরো-বাগবাজারের মেড়ো | কিন্তু যদি আমি খতিয়ে দেখি তাহলে জানবো যে প্রতিদিন কোনও না কোনও দুঃখ প্রত্যেক মানুষকে তাড়া করে বেড়ায় | তার মধ্যেও মানুষ মুখের হাসি হাসে, সঠিক ভাবে বলতে গেলে মুখে হাসি সাজিয়ে রাখে | ঘুরে ফিরে সেই সাদা কালো ব্যাপার |
আমি পালে পড়ে হোলি খেলেছি কয়েকবার | কিন্তু মন থেকে খেলিনি | গোলাপি আবির মাখিয়েছি সকলকে, তবুও জীবনে প্রেম আসেনি | তাই রঙে আমার বিশ্বাস নেই, চলায় বিশ্বাস | উৎসব জীবনের অঙ্গ জানি কিন্তু জীবনটা উৎসব নয়, রূঢ় বাস্তব |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৮/০৩/২০২০অনবদ্য
-
পরিতোষ ভৌমিক ২ ২৩/১১/২০১৯জীবন ও রঙের বিশ্লেষন , দুইয়ের মিশেল বেশ ।
-
নুর হোসেন ২২/১১/২০১৯পানির মত মানুষের জীবনের নির্দিষ্ট কোন রং নেই,
যখন যে পাত্রে রাখা হয়/রং মিশানো হয় সেই রকমেই আকার ধারন করে।
ভাল লাগলো। -
নাসরীন আক্তার রুবি ১৯/১১/২০১৯চমৎকার প্রকাশ
-
বিশ্বামিত্র ১৫/১১/২০১৯জীবন তো হোলি নয়, আমরা সবাই জানি। আর জীবন বাস্তবেরই অঙ্গ। জীবনকে বাস্তবের সঙ্গে সংঙ্গতিপূর্ণ করতে পারাটাই সুখ শান্তির চাবিকাঠি।
খুব ভাল লাগল অভিজ্ঞতা। ধন্যবাদ রইল। -
নাসরীন আক্তার রুবি ১৩/১১/২০১৯অসাধারণ প্রকাশ।
-
সাইয়িদ রফিকুল হক ১০/১১/২০১৯ভালো। জীবনটা সাদা-কালো।
-
পি পি আলী আকবর ০৩/১১/২০১৯ভালোই লেখেছেন
-
ফয়জুল্লাহসাকি ০৩/১১/২০১৯সত্যি! জীবনের অনেক রং। আর তা পাল্টেও যায় কখন, কীভাবে অনেক সময় বোঝা যায় না।