আমারও নাকি হবে
আমি একটি মেয়েকে চিঠি দিয়েছিলাম কলেজে।
ও বললো, 'আমার ছ মাস বাদে বিয়ে'।
আমার মতো গরীবের প্রেম ছিল বটে-
ধনী ব্যবসায়ী দিলো সরিয়ে।
আমি চেষ্টা চালিয়ে যাই কত!
ভালো লাগে বহু কিন্তু ভালোবাসার কাছে কেমনে করি মাথানত!
এই পৃথিবীতে আমিই সফল পুরুষ।
'মান' আর 'হুঁশ' থাকলেই কেউ নয়গো মানুষ!
আমার কেটে গেছে যেমন আকাশে ঘুড়ি কাটে।
সুতোয় মাঞ্জা দিইনি বলে!
অন্যের সম্পদকে রক্ষা করেছে সে ক্ষণিকের তরে
অথবা বলতে হয় তাই মাথাটা গেছে খুলে।
আমি ত্রিকোণ প্রেমের শিকার-
জীবনে আমার শুধুই হাহাকার।
আমি ঠকিনি, তবে হাত বদল করেছি প্রচুর।
বেশি দিন এক জিনিস ভালো লাগেনা ধুর।
আমি এখনও গান গাই-
সোনার হরিণ বনে না চিড়িয়াখানায়!
কে যে আমার, আমি যে কার
এই মানুষের কারখানায়!
ও বললো, 'আমার ছ মাস বাদে বিয়ে'।
আমার মতো গরীবের প্রেম ছিল বটে-
ধনী ব্যবসায়ী দিলো সরিয়ে।
আমি চেষ্টা চালিয়ে যাই কত!
ভালো লাগে বহু কিন্তু ভালোবাসার কাছে কেমনে করি মাথানত!
এই পৃথিবীতে আমিই সফল পুরুষ।
'মান' আর 'হুঁশ' থাকলেই কেউ নয়গো মানুষ!
আমার কেটে গেছে যেমন আকাশে ঘুড়ি কাটে।
সুতোয় মাঞ্জা দিইনি বলে!
অন্যের সম্পদকে রক্ষা করেছে সে ক্ষণিকের তরে
অথবা বলতে হয় তাই মাথাটা গেছে খুলে।
আমি ত্রিকোণ প্রেমের শিকার-
জীবনে আমার শুধুই হাহাকার।
আমি ঠকিনি, তবে হাত বদল করেছি প্রচুর।
বেশি দিন এক জিনিস ভালো লাগেনা ধুর।
আমি এখনও গান গাই-
সোনার হরিণ বনে না চিড়িয়াখানায়!
কে যে আমার, আমি যে কার
এই মানুষের কারখানায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুলতান মাহমুদ ২৬/১০/২০১৯ভালো লাগল।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৫/১০/২০১৯ভালো লাগলো কবিতাটি