মানুষের কথায় কান দিও না
পরাজয়ের শিকার হতে থাকি যখন,
মানুষ বলে, 'তোমার যোগ্যতা কই'!
জয়ী হলে তারাই বলে,
'ভাগ্য ছাড়া আর কিছু নেই'!
কেউ কেউ সান্ত্বনা দেয় হেরে গেলে,
তবে বেশির ভাগই সুযোগ খোঁজে।
জয়ীকে সামনে বাহবা দিলেও,
আড়ালে ফিসফিস করে কাজে অকাজে।
মা বাবার আশীর্বাদ যদি থাকে মাথার 'পর,
পরের কথায় কান না দিলেও চলে।
বন্ধু নেই তো আপসোস নেই-
প্রকৃত বন্ধু এ যুগে কোথায় মেলে!
সমাজটা বড়ই জটিল-
তার থেকেও জটিল হলো মানুষের মন।
সফলতা আর সরলতার রং বড়ই ফিকে আজ,
তা হাতড়ে হাতড়ে প্রাণে আসে দহন।
মানুষ বলে, 'তোমার যোগ্যতা কই'!
জয়ী হলে তারাই বলে,
'ভাগ্য ছাড়া আর কিছু নেই'!
কেউ কেউ সান্ত্বনা দেয় হেরে গেলে,
তবে বেশির ভাগই সুযোগ খোঁজে।
জয়ীকে সামনে বাহবা দিলেও,
আড়ালে ফিসফিস করে কাজে অকাজে।
মা বাবার আশীর্বাদ যদি থাকে মাথার 'পর,
পরের কথায় কান না দিলেও চলে।
বন্ধু নেই তো আপসোস নেই-
প্রকৃত বন্ধু এ যুগে কোথায় মেলে!
সমাজটা বড়ই জটিল-
তার থেকেও জটিল হলো মানুষের মন।
সফলতা আর সরলতার রং বড়ই ফিকে আজ,
তা হাতড়ে হাতড়ে প্রাণে আসে দহন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৮/১০/২০১৯দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১০/২০১৯বাঃ
-
জাহিরুল মিলন ২৪/১০/২০১৯সত্য