স্বপ্ন ও বাস্তব
ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি-
মায়ের কোলে বসে আছি, মাথায় ছাতা ধরেছেন বাবা।
দেশের ধুলো বালি মেখেছি গায়ে।
কেরিয়ারের সঙ্কীর্ণতা বসায়নি থাবা।
চেয়ে আছি রাজপথের দিকে-
এ আমার চেনা পথ: দেশের পথ, জীবনের পথ।
এই পথ দিয়েই চলবো, এগিয়ে যাবো-
আকাশ বাতাসকে সাক্ষী রেখে নিচ্ছি শপথ।
চেয়ে আছি পুকুর ঘাটের দিকে-
এই জলই আমার শীতল জীবন।
আধুনিকতার উষ্ণতা যে ধুয়ে দিতে জানে-
জানে ভিজিয়ে দিতে ওপারের উদ্দেশ্যে পাড়ি দেওয়া মন।
চেয়ে আছি সবুজের দিকে-
যে তারুণ্য জীবনে সফলতা আনে তার রং সবুজ।
সবুজের ছোঁয়া হৃদয়ে আনে প্রশান্তি, মনে প্রসন্নতা...
দেশকে ভুলে না হই যেন অবুঝ।
ঘুম ভাঙলে দেখি অন্য জিনিস-
মসৃণ রাজপথ পাথর আর কাঁটায় ভরা।
পুকুরে জল নেই... মাছের কাঁটা যত্রতত্র ছড়ানো...
সবুজ ঝরে গেছে... চারদিকে বিদায়ের খরা...
মায়ের কোলে বসে আছি, মাথায় ছাতা ধরেছেন বাবা।
দেশের ধুলো বালি মেখেছি গায়ে।
কেরিয়ারের সঙ্কীর্ণতা বসায়নি থাবা।
চেয়ে আছি রাজপথের দিকে-
এ আমার চেনা পথ: দেশের পথ, জীবনের পথ।
এই পথ দিয়েই চলবো, এগিয়ে যাবো-
আকাশ বাতাসকে সাক্ষী রেখে নিচ্ছি শপথ।
চেয়ে আছি পুকুর ঘাটের দিকে-
এই জলই আমার শীতল জীবন।
আধুনিকতার উষ্ণতা যে ধুয়ে দিতে জানে-
জানে ভিজিয়ে দিতে ওপারের উদ্দেশ্যে পাড়ি দেওয়া মন।
চেয়ে আছি সবুজের দিকে-
যে তারুণ্য জীবনে সফলতা আনে তার রং সবুজ।
সবুজের ছোঁয়া হৃদয়ে আনে প্রশান্তি, মনে প্রসন্নতা...
দেশকে ভুলে না হই যেন অবুঝ।
ঘুম ভাঙলে দেখি অন্য জিনিস-
মসৃণ রাজপথ পাথর আর কাঁটায় ভরা।
পুকুরে জল নেই... মাছের কাঁটা যত্রতত্র ছড়ানো...
সবুজ ঝরে গেছে... চারদিকে বিদায়ের খরা...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
sudipta chowdhury ২৭/১২/২০১৯Dream and reality are two contradictory sides of life. But in life dream also important
-
পি পি আলী আকবর ২৮/১০/২০১৯ভালো
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১০/২০১৯ভালো।
-
এহসানুল হক রিফাত ২৪/১০/২০১৯রূপক উদাহরণ ভালো লিখেছেন