www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন ও বাস্তব

ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি-
মায়ের কোলে বসে আছি, মাথায় ছাতা ধরেছেন বাবা।
দেশের ধুলো বালি মেখেছি গায়ে।
কেরিয়ারের সঙ্কীর্ণতা বসায়নি থাবা।

চেয়ে আছি রাজপথের দিকে-
এ আমার চেনা পথ: দেশের পথ, জীবনের পথ।
এই পথ দিয়েই চলবো, এগিয়ে যাবো-
আকাশ বাতাসকে সাক্ষী রেখে নিচ্ছি শপথ।

চেয়ে আছি পুকুর ঘাটের দিকে-
এই জলই আমার শীতল জীবন।
আধুনিকতার উষ্ণতা যে ধুয়ে দিতে জানে-
জানে ভিজিয়ে দিতে ওপারের উদ্দেশ্যে পাড়ি দেওয়া মন।

চেয়ে আছি সবুজের দিকে-
যে তারুণ্য জীবনে সফলতা আনে তার রং সবুজ।
সবুজের ছোঁয়া হৃদয়ে আনে প্রশান্তি, মনে প্রসন্নতা...
দেশকে ভুলে না হই যেন অবুঝ।

ঘুম ভাঙলে দেখি অন্য জিনিস-
মসৃণ রাজপথ পাথর আর কাঁটায় ভরা।
পুকুরে জল নেই... মাছের কাঁটা যত্রতত্র ছড়ানো...
সবুজ ঝরে গেছে... চারদিকে বিদায়ের খরা...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast